আজ কাঁকন হাট বারোহাটি তদন্ত কালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটি (গোদাগাড়ী,তানোর,বাগমারা ও মোহনপুর) চারটি উপজেলা সম্ননয়ে গঠিত কমিটির সভাপতি/চেয়ারম্যান জনাব মো: মানসুরুর রহমান এর সাথে বারোহাটির আলহাজ্ব মো: মমতাজ উদ্দিন ও আলহাজ্ব মো: আলফাজ উদ্দিন প্রায় কয়েক বছর পর দুই বন্ধুর সাথে সভাপতির সাহেবের সাক্ষাত হয়।
সাক্ষাতে সকলে আনন্দে উৎফলিত হয় এবং সকলে একে অপরের শারিলীক ও পারিবারিক খোঁজ খবর নেন। এবং অভিযোগটির বিষয়ে তাদের দুইজন কে অবগত করালে তারা দুই জন বিবাদীকে সামাজিক ভাবে মিমাংসা করার পরামর্শ প্রদান করেন।
সেখানে আরোও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটির সাধারণ সম্পাদক জনাব মো: আমিনুল ইসলাম ও অর্থ সম্পাদক জনাব মো: তরিকুল ইসলাম (তারেক) সহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ গণ।
কাঁকন জার্নাল/তরিকুল ইসলাম





No comments:
Post a Comment