গত ১৬ তারিখ ২০২৩ ইং তারিখে সকাল ১০ টায় রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) এর সাথে সৌজন্য সাক্ষাতে আসেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ও পরিচালক জনাব মো: মানসুরুর রহমান সঙ্গে আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সম্পাদীকা মোসাঃ রহিমা বেগম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তারেক, দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি সহ আরও অনেক।
সাক্ষাতের সময় রাজশাহী বিভাগীয় পরিচালকের পক্ষ থেকে রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
বিভিন্ন বিষয়ে আলোচনা অন্তে জনাব বিজয় বসাক সাহেব রাজশাহী বিভাগীয় পরিচালক মোঃ মানসুুরুর রহমান কে বলেন,আপনারা দেশের সমাজের অবহেলীত গরিব অসহায় মানুষের সহযোগীতা করেন এটা একটি ভালো কাজ ,আপনাদের ভালো কাজ গুলো করতে যদি কোন প্রকার সমস্যার সম্মুখিন হওয়ান আপনারা আমাদের কে জানাবেন আমরা আমাদের সাদ্ধ মত আইন অনুযায়ী সহযোগীতা করিব।
মোঃ মানসুরুর রহমান বলেন, আমার প্রায় ৫ বছর যাবৎ এই মানবাধিকার নিয়ে কাজ করছি কাজ করতে করতে অনেক বাস্তবতার সম্মুখিন হচ্ছি তা হলো সমাজের গরিব মানুষেরা ও নিরহ নারী গণ বেশী নির্যাতিত হচ্ছে। আমরা প্রায় এই বছরে ০৯ মাসের মধ্যে ৩১ টি স্বামী - স্ত্রীর দ্বন্দ,জমি-জমা সংক্রান্ত সমস্যা সমাধান করেছে। এই সকল সমস্যা সমাধান করার সময় আমরা বিভিন্ন এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গের সমন্নয়ে করে থাকি। আপনাদের সহযোগীতায় আমরা সমাজের আরও ভালো কাজ করতে চাই।
সমাজের অবহেলীত নিপিড়িত গরিব অসহায় নারী ও পুষের সমস্যা সমাধানে রইছে
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা্ আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন-আমাসুফ রাজশাহী বিভাগীয় কমিটি,রাজশাহী।
যোগাযোগ করুন:-কাকনহাট, গোদাগাড়ী,রাজশাহী। মোবাইল নম্বর: 01726258097, 01701012501।
কাকন জার্নাল/তরিকুল ইসলাম
No comments:
Post a Comment