আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‍আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কমিটি পুনরায় নবায়ন।। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Friday, January 10, 2025

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‍আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কমিটি পুনরায় নবায়ন।।

নিজস্ব প্রতিবেদকঃ

গত ০৮ জানুয়ারী ২৫ইং রোজ-বুধবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন-আমাসুফ রাজশাহী বিভাগীয় কমিটি পুনরায় অনুমোদন হয়। আমাসুফ ঢাকা হেড অফিস রাজশাহী বিভাগীয় কমিটির গত ২ বছরের সামাজিক ও মানবিক কাজের উপর সন্তুষ্ঠ হয়ে পূনরায় ৭৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন প্রদান করেন যাহার স্বারক নং আমাসুফ ৩৩৪/২০২৫, তারিখ: ০৮/০১/২০২৫ ইং। অত্র কমিটি অনুমোদন প্রদান করেন আইন ও মানবাধিকার সুরক্ষা  ফাউন্ডেশন-আমাসুফ এর নির্বাহী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম। নির্বাহী পরিচালক বলেন, আশা রাখি আপনারা গত এক বছরের মত আগামিতেও মানবাধিকার বিষয়ে সৌচ্চার হবেন এবং সমাজের অবহেলিত গরিব অসহায় মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার পক্ষে কাজ করবেন। তিনি সকল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে বিশেষ ভাবে বলেন, আপনারা আপনাদের নিজ নিজ এলাকার মধ্যে কাজ করবেন। আপনারা কেউ আপনাদের এলাকার বাইরে কোন প্রকার অভিযোগ গ্রহণ করিবেন না। যদি কোন অভিযোগ আসে তবে আপনারা চেন অব কমান্ড মেনে কাজ করবেন। মানে যে এলাকার অভিযোগ সেই এলাকার কমিটি বরাবর হস্থান্তর করিবেন তাদের কে অবগত করিবেন। অত্র কমিটি অনুমোদনের সকল কাজ পত্র বুঝিয়ে নেন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ও রাজশাহী বিভাগীয় পরিচালক মোঃ মানসুরুর রহমান এর নিকট।

অত্র কমিটিতে কিছু পদের রদবদল করা হয় এবং বেশ কয়েকজন কে বর্তমান কমিটি থেকে বাদ দেওয়া হয়। রদবদল ও বাদ দেওয়ার বিষয়ে গত ১0 শে ডিসেম্বর ২০২৪ এক মিটিং এর মাধ্যমে অন্যান্য সদস্য বৃন্দ কে অবগত করা হয় এবং সে বিষয়ে আলোচনা করা হয়।


আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কমিটির সকল কার্যক্রমের আপডেট সংবাদ ফেসবুকে পেতে লাইক সেয়ার করুন-

ফেসবুক পেজ : আইন ও মানবাধিকার ‍সুরক্ষা ফাউন্ডেশন রাজশাহী বিভাগ 

ফেসবুক  গ্রুপ: আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন রাজশাহী বিভাগ

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ও রাজশাহী বিভাগীয় পরিচালক এর নিজস্ব অফিস: কাঁকনহাট, গোদাগাড়ী, রাজশাহী।

মোবাইল নম্বর: ০১৭২৬-২৫৮০৯৭, ০১৭০১-০১২৫০১ 

ফেসবুক পেজ : আইন ও মানবাধিকার ‍সুরক্ষা ফাউন্ডেশন রাজশাহী বিভাগ 

ফেসবুক  গ্রুপ: আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন রাজশাহী বিভাগ

কাকন জার্নাল/তরিকুল ইসলাম

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages