রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাথে সৌজন্য স্বাক্ষাতে -মানসুরুর রহমান নেতৃত্বে মানবাধিকার টিম। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Wednesday, September 20, 2023

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাথে সৌজন্য স্বাক্ষাতে -মানসুরুর রহমান নেতৃত্বে মানবাধিকার টিম।

 

সহকারী কমিশনার (ভূমি) কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন -মোঃ মানসুরুর রহমান সহ সংস্থার সদস্য বৃন্দ

নিজস্ব প্রতিবেদক:

আজ ২০ শে সেপ্টেম্বর  সকাল ১১ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদ হাসান এর সাথে সৌজন্য স্বাক্ষাতে আসে  আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ও পরিচালক মোঃ মানসুরুর রহমানের নেতৃত্তে ৫ সদস্য বিশিষ্ট একটি টিম। 

সৌজন্য স্বাক্ষাতের সময় মোঃ জাহিদ হাসান,সহকারী কমিশনার (ভূমি) গোদাগাড়ীর সাথে কিছু বিষয়ে আলোচনা হয়। বিষয় গুলো ছিলো ১.সরকারী খাস জমি ভূমি হীন দের মাঝে যে সরকার পক্ষ থেকে যে, কবলীয়ত দলিল করে দিয়েছে তা নামজারির বিষয়ে করনীয় কি? ২. জমির মালিক জমি বিক্রয় করে অন্য কোথাও চলে গেছে যার কোন প্রকার ওয়ারিশ নাই তাদের কাছ হতে যারা জমি কিনে নিয়েছে তারা কি ভাবে জমি নামজারী করবে । 

সে সকল বিষয়ে মোঃ জাহিদ হাসান, সহকারী কমিশনার (ভূমি) জানান যে, যেহেতু সরকার তাদের কে দলিল করে দিয়েছে তারা তাদের নিজ নামে জমি নামজারি করতে পারবে এতে কোন প্রকার সমস্যা হবে না। তিনি আরও বলেল যে, যে সকল জমির মালিকগণ জমি বিক্রয় করে অন্য কোথাও চলে গেছে তাদের যদি কোন প্রকার ওয়ারিশ বা অংশিদার না থাকে তবে যারা জমি ক্রয় করে নিয়েছেন তারা খাজনা প্রদান করে তাদের নিজ নিজ নামে জমি নামজারি করতে পারবে এতে কোন প্রকার সমস্যা হবে না।

স্বাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কমিটির সহ সভাপতি মোঃ হায়াত আলী, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তারেক, দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি, সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাকুল ইসলাম ।

এই বিষয়ে যে কোন পরামর্শের জন্য যোগাযোগ করুন: মোঃ মানসুরুর রহমান , পরিচালক ও সভাপতি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কমিটি,রাজশাহী।

যোগাযোগ করুন: 01726258097, 01701012501, 

অফিসঃ কাকনহাট গুড়পট্টি, মানবাধিকার অফিস, গোদাগাড়ী, রাজশাহী।

কাকন জার্নাল/তরিকুল ইসলাম




No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages