কাঁকনহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র এ কে এম আতাউর রহমান খান কে আসক ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Saturday, January 16, 2021

কাঁকনহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র এ কে এম আতাউর রহমান খান কে আসক ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

 

নিজস্ব প্রতিবেদক: 

দ্বিতীয় ধাপে রাজশাহীর জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আওয়ামী লীগের মনোনিত প্রার্থী জনাব এ কে এম আতাউর রহমান খান ৫ হাজার ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হওয়ায়।

কাঁকনবাসী ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটির পক্ষ হতে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রাজশাহী জেলা জোনাল কমিটির হেড অফিস কাকনহাট রেল স্টেশন রোড, কাকনহাট পৌরসভা, গোদাগাড়ী, রাজশাহী।

কমিটির সভাপতি জনাব মো: মানসুরুর রহমান বলেন আমরা আশা রাখি আগামী দিনে নবনির্বাচিত মেয়র জনাব এ কে এম আতাউর রহমান খান সাহেব কাঁকন হাট পৌরবাসীর আশা আখাংকা পূর্ন করবে এবং কাঁকন হাট পৌরসভার পূর্বে যে সকল দূনীর্তির খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার  হয়েছে তাহার সুষ্ঠ তদন্ত করে কাঁকন হাট পৌরসভাকে দূর্নিতি ও দালাল মুক্ত করবেন । পাশাপাশি  তিনি ভবিষতে যাতে আমাদের এই কাঁকনহাটকে উপজেলায় রুপদান করতে  পারে সে বিষয়ে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করবেন। এবং কাঁকনহাট পৌরসভার ভবিষতে প্রতি ওয়ার্ডে যাতে সকল নাগরিকের মানবাধিকার খুন্ন না হয় সে বিষয়ে কার্যকরী ভূমিকা রাখবেন বলে আমি আশা রাখি।

তিনি আরো বলেন নির্বাচনে হার জিত আছে আমরা আশা রাখি যে সকল প্রার্থীগণ বিজয় হতে পারেনি তারাও কাঁকনহাট পৌরসভার উন্নয়নের লক্ষে এক অপরের সাথে কাঁধে কাধ মিলিয়ে কাজ করবে।

আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হাফিজুর রহমান হাফিজ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১২৮ ভোট। অপর প্রার্থী জাতীয় পার্টির মোল্লা রুবন হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৮৪ ভোট। 

কাঁকন জার্নাল /তরিকুল ইসলাম



No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages