পৌরসভা নির্বাচন: সমর্থকদের মুখোমুখি অবস্থানে থমথমে আড়ানী - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Thursday, January 14, 2021

পৌরসভা নির্বাচন: সমর্থকদের মুখোমুখি অবস্থানে থমথমে আড়ানী


অনলাইন ডেক্স:

থমথমে অবস্থা বিরাজ করছে বাঘা আড়ানী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে। বিদ্রোহী প্রার্থী মেয়র মুক্তার আলী ও নৌকা প্রতীকের প্রার্থী শহিদুর জামান শাহিদের কর্ম সমর্থকদের শোডাউনে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এসময় একে অপরের কার্যালয় ভাংচুরের অভিযোগ তোলা হয়েছে। এমন অবস্থায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই নির্বাচনকে ঘিরে মুখোমুখি অবস্থানে রয়েছে মেয়র মুক্তার আলী ও শহিদুর জামান শাহিদের কর্ম সমর্থকরা। এনিয়ে আড়ানী বাজারে ভাংচুরের ঘটনা ঘটে। এমন অবস্থায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় থানার (ওসি) নজরুল ইসলাম। বাঘা থানার এই কর্মকর্তা জানান- পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।

এর আগে সকালে আড়ানী বাজারে প্রায় ৫০টির বেশি সবজির দোকানে ভাংচুর চালানো হয়েছে। এই ঘটনার পরে আড়ানী বাজার অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এতে করে থমথমে অবস্থা বিরাজ করছে। আর বাজারের দুই দিকে দুই পক্ষে কর্ম সমর্থকরা অবস্থান নিয়েছেন। তাদের শান্ত করতে পুলিশ কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে- সকালে মেয়র প্রার্থী মুক্তার আলীর কার্যালয় ভাঙচুরের ঘটনো ঘটেছে। এর পরেই  লোকজন শহিদুর জামান শাহিদের কার্যালয় ভাংচুর করে কর্ম সমর্থকরা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তজনা ছড়িয়ে পরে। এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থল থেকে আড়ানীর সাহাপুর এলাকার সাহাবাজ আলীর ছেলে মিলনকে (৩০) আটক করে পুলিশ। মিলন মেয়র মুক্তারের সমর্থক বলে জানা গেছে।

কাঁকন জার্নাল/তরিকুল ইসলাম

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages