কাঁকনহাট পৌরসভায় বি.এন.পির দলীয় মনোনয়ন পেলেন মো: হাফিজুর রহমান হাফিজ। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Friday, December 18, 2020

কাঁকনহাট পৌরসভায় বি.এন.পির দলীয় মনোনয়ন পেলেন মো: হাফিজুর রহমান হাফিজ।

নিজস্ব প্রতিবেদক:

দ্বিতীয় দফায় অনুষ্ঠেয় রাজশাহী জেলা গোদাগাড়ী উপজেলার অন্তর্গত কাঁকনহাট পৌরসভা নির্বাচনের মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়ন চুড়ান্ত করেছে বি এন পি ।

আসন্ন কাকনহাট পৌরসভা-২০২১ নির্বাচনে বি.এন. পি হতে  মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন মো: হাফিজুর রহমান হাফিজ।

তাকে আন্তর্জাতিক মানবাধিকর সংস্থা ,আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, রাজশাহী জেলা জোনাল কমিটির পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমরা আশা রাখি তিনি কাঁকন হাট পৌরসভার সাধারণ জনগণের আশা আকাংঙ্খা পূর্ন করবে এবং সাধারণ মানুষের জন্য কাজ করবেন। পাশাপাশি তিনি প্রতিটি ওর্য়াডে মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখেন বলে আমরা আশা রাখি। 

কারণ আজোও অনেক মানুষ তাদের মৌলিক অধিকার হতে বঞ্চিত। আমরা চাই প্রতিটি মানুষ যাতে তার  অধিকার হতে বঞ্চিত না হয়। প্রতিটি মানুষ যাতে তার পূর্ন অধিকার পাই।


 

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages