নিজস্ব প্রতিবেদন:
আজ
২৭ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় কাঁকনহাট পৌরসভার বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত পদ
প্রার্থী জনাব এ কে এম আতাউর রহমান খান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন
সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল হেড অফিসে কমিটির
সভাপতি জনাব মো: মানসুরুর রহমান সাহেবের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতে
সংস্থার সকল সদস্য ও কর্মকর্তা গণ তাকে উষ্ণ অভিনন্দন জানান এবং সংস্থা
জনাব এ কে এম আতাউর রহমান খান কে আগামী দিনের পৌর পিতা হওয়ার সকল প্রকার
সহযোগীতা করার আসস্ত করেন। তিনি ও আগামী দিনে কাকন হাট পৌরসভাকে দূর্নীতি
মুক্ত, দালাল মুক্ত, শোষণ মুক্ত স্ব-বান্ধব সকল পৌরবাসিকে সঙ্গে নিয়ে
উন্নত পৌরসভা গঠন করা প্রতিশ্রুতি দেন।

সে
সময় সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম,
সহ-সভাপতি মো: আলম বিশ্বাস, অর্থ সম্পাদক মো: তরিকুল ইসলাম (তারের), জোনাল
কমিটির সহ-সভাপতি ও তানোর উপজেলার সভাপতি মো: ওয়াদুদ আলি, তানোর উপজেলার
সহ-সভাপতি মো: সোহেল রানা ও সাধারণ সদস্য মো: ফারুখ আহমেদ প্রমূখ।
সম্পাদক মো: মানসুরুর রহমান
কাকনের জার্নাল /তরিকুল ইসলাম




No comments:
Post a Comment