তারেক আইটি কাকনহাট এখন কাকনহাট বাজার গুড়পট্টিতে।।। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Wednesday, May 26, 2021

তারেক আইটি কাকনহাট এখন কাকনহাট বাজার গুড়পট্টিতে।।।

অনলাইন ডেক্স: 
তারেক আইটি কাকনহাট এর স্থান পরিবর্তন নতুন স্থান কাকনহাট বাজার গুড়পট্টি কাকনহাট অফসেট পেস এর সামনে ,গোদাগাড়ী,রাজশাহী।
তারেক আইটি এ্যান্ড অনলাইন সার্ভিস হতে জমি খারিজ বা নামজারির সকল কাজ করা হচ্ছে।
** তারেক আইটির সার্ভিস সমূহ**
* জমি খারিজের আবেদন।
* হারানো বা নষ্ট খাতিয়ান নতুন ভাবে তুলে দেওয়ার আবেদন।
* খারিজ বাতিলের আবেদন।
* অকৃষি খাস জমি বন্দোবস্তের আবেদন করা হয়।
এছাড়াও আরো  তারেক আইটি এ্যান্ড অনলাইন সার্ভিস হতে যে সকল কাজ করা হচ্ছে।।।
***যেমন****
* জন্ম নিবন্ধন এর আবেদন করা ।
* জন্ম নিবন্ধনের ভূল সংশোধন (বয়স, নিজ নাম, মাতার নাম, পিতার
নাম, ঠিকানা, লিঙ্গ সহ সকল ভূল)।
* জাতীয় পরিচয় পত্রের নতুন আবেদন।
* জাতীয় পরিচয় পত্রের সকল ভূল সংশোধন।
* ট্রেনের, বাসের ও বিমানের অগ্রিম বা চলতি ঠিকিট পাওয়া যায়।
* পাসর্পোট এর আবেদন।
* ভিসা চেক করা হয়।
* ই-মেল করা।
* বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতা কার্ডের আবেদন করা।
* গর্ভবতি ভাতা কার্ডের আবেদন করা।
* স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও ফরম ফিলাপের আবেদন করা হয়।
* নতুন নতুন ওয়েব সাইট অল্প খরচে তৈরি করে দেওয়া হয়।
বি:দ্র: অনলাইনের সকল কাজ অতি যন্ত্র সহকারে করা হয়।
যোগাযোগ: কাঁকনহাট বাজার নিউ মার্কেট গুড়পট্টি।
মোবা: 01701-012501, 01521-473133

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages