বেসরকারী ফলাফলে নৌকাকে হারিয়ে, আনারস প্রতিকে চেয়ারম্যান হলেন মো: শাহাদত হোসেন সাব্বির ১নং দর্শন পাড়া ইউপি। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Sunday, November 28, 2021

বেসরকারী ফলাফলে নৌকাকে হারিয়ে, আনারস প্রতিকে চেয়ারম্যান হলেন মো: শাহাদত হোসেন সাব্বির ১নং দর্শন পাড়া ইউপি।

 

বেসরকারী ফলাফলে নৌকাকে হারিয়ে, আনারস প্রতিকে চেয়ারম্যান হলেন মো: শাহাদত হোসেন সাব্বির ১নং দর্শন পাড়া ইউপি।

নিজস্ব প্রতিবেদক:

৩য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহী জেলার পবা থানাধীন ১নং দর্শনপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংবাদ প্রকাশ করা পর্যন্ত বেসরকারী ভাবে প্রায় ১০৮৯ ভোটে এগিয়ে আছে আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদপার্থী মো: শাহাদত হোসেন সাব্বির। তিনি মোট ভোট পেয়েছেন ৪০৭৫ টি। তার নিকটতম বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপার্থী মো: কামরুল হাসান (রাজ ) নৌকা প্রতিকে মোট ভোট পেয়েছেন ২৯৮৬ টি।

বিজয়ী চেয়ারম্যান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক, রাজশাহ জেলা স্পেশাল কমিটির সভাপতি, বাংলাদেশ কন্জুমার রাইটস সোসাইটি রাজশাহী জেলা কমিটির সভাপতি, রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠন এর সভাপতি এবং জাতীয় পত্রিকা দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার স্টার্ফ রিপোটার জনাব মো: মানসুরুর রহমান।

কাকন জার্নাল/তরিকুল ইসলাম



No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages