তানোর উপজেলার কামারগাও ইউনিয়নে পুলিশি সহযোগীতায় অভিযোগ তদন্তে আসক ফাউন্ডেশন।। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Saturday, January 22, 2022

তানোর উপজেলার কামারগাও ইউনিয়নে পুলিশি সহযোগীতায় অভিযোগ তদন্তে আসক ফাউন্ডেশন।।


নিজস্ব প্রতিবেদক:

আজ রাজশাহী জেলার তানোর উপজেলার ৬ নং কামারগাও ইউনিয়নে জমি জমা সংক্রান্ত লিখিত অভিযোগ তদন্তে আসে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালকের নেতৃত্তে ১৫ সদস্য বিষিষ্ট টিম। উক্ত টিম কে তানোর থানা থেকে পুলিশি সহযোগী প্রদান করা হয়।

পরিচালক মো: মানসুরুর রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্পেশাল কমিটির আইন বিষয়ক সম্পাদক  কে.এম.ইফতেখার হামিদ, শ্রম বিষয়ক সম্পাদক মো: আবুল কালাম আজাদ, অর্থ বিষয়ক সম্পাদক মো: তরিকুল ইসলাম (তারেক), তানোর উপজেলা কমিটির সভাপতি ও রাজশাহী জেলা স্পেশাল কমিটির দপ্তর সম্পাদক মো: ওয়াদুদ আলী, 

আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর,তানোর,মান্দা উপজেলা জোনাল কমিটি, রাজশাহী-নওগাঁর সভাপতি মো: মিল্টন, সাধারণ সম্পাদক মো: মাইনুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মোসা: বেবি নাজনিন, সহ-সভাপতি মো: রবিউল ইসলাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো: লতিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: খাইরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো: রবিউল আওয়াল, অর্থ বিষয়ক সম্পাদক মো: সারোয়ার, প্রচার সম্পাদক বকুল কুমার সাহা সহ আরও অনেক কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

নিজ ক্রয়কৃত জমি দ্বিতীয় পক্ষ দখল বা বুঝিয়ে দিচ্ছেনা। ১ম পক্ষের সকল কথা ও এলাকাবাসী, মেম্বরার স্বীকার করে যে অভিযোগটি সত্য। 

তদন্তের সময় এলাকা বা সমজের যে সকল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মো: রেজাউল ইসলাম, মো: নজরুল ইসলাম, মো: শহিদুল ইসলাম, মো: সোহরাব প্রমানিক, মো: মোশারফ হোসেন, মো: রইচ, মো: নাসির, মো: বাবু, মো: সবুজ, মো: ইমন, মো: বাদশা, মো: শাহিন, মো: বুলেট, মো: মোজাফ্ফর হোসেন সহ আরও অনেকে।।

দরখাস্তকারী বা ১ম পক্ষ হলেন মো: মোস্তাফিজুর আর ২য় পক্ষ হলেন মো: সাহেব আলী।।

কাকন জার্নাল/তরিকুল ইসলাম

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages