আসক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালকের সাথে ঈদ পরিবর্তী সৌজন্য স্বাক্ষাত ও দোয়া কামনা। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Monday, July 18, 2022

আসক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালকের সাথে ঈদ পরিবর্তী সৌজন্য স্বাক্ষাত ও দোয়া কামনা।

বিশেষ প্রতিনিধি:

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালকের সাথে ঈদ পরবর্তীতে সৌজন্য সাক্ষাতে আসেন রাজশাহী বিভাগীয় জোনাল কমিটি (রাজশাহী, সিরাজগঞ্জ,নাটোর ) সভাপতি খন্দকার মোঃ লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম। সাক্ষাতের সময় সভাপতি সাহেব বিভাগীয় পরিচালকের কাছে অভিযোগ করে বলেন গত ০৬-০৭-২০২২ ইং তারিখ  রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ,নওগা,নাটোর ও পাবনা এই পাঁচ টি জেলা নিয়ে বিভাগীয় জোনাল কমিটি অনুমোদন দিয়েছে। রাজশাহী ও নাটোর এই দুইটি জেলা তো আমাদের কমিটির মধ্যে আছে। তাদের কমিটি মধ্য হইতে এই দুইটি জেলা বাদ দেওয়ার জন্য বিভাগীয় পরিচালক কে বিশেষ অনুরোধ জানান যাতে পরিচালক সাহেব ঢাকা হেড অফিসে এই বিষয়ে কথা বলে। 

যেহেতু রাজশাহী জেলা স্পেশাল কমিটি ও  বিভাগীয় অফিস কাকনহাটে গত ০৯-০৬-২০২১ ইং তারিখে হেড অফিস কর্তৃক অনুমোদন দেয়। কিন্তু একই জায়গায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ,নওগা,নাটোর ও পাবনা এই পাঁচ টি জেলা নিয়ে বিভাগীয় জোনাল কমিটি অফিস অনুমোদন দেওয়ায় এলাকায় ‍বিশৃংখলা সৃষ্টি হয়েছে। অবিলম্বে বিভাগীয় জোনাল কমিটির অফিস পরিবর্তন করার জন্য বিভাগীয় পরিচালকের মাধ্যম দিয়ে ঢাকা হেড অফিসের দৃষ্টি আকর্ষন করছি। 

রাজশাহী বিভাগীয় জোনাল কমিটি (রাজশাহী, সিরাজগঞ্জ,নাটোর ) সভাপতি সাহেব রাজশাহী বিভাগীয় পরিচালক কে আরও বলেন কেন্দ্র যদি তাদের কমিটি ও অফিস  সংশোধন  না  করে তবে আমরা সহ আরও পাঁচ/ছয়টি কমিটির সকল সদস্য গণ পদত্যাগ করে অন্য সংস্থায় যেতে  বাদ্ধ্য হবো। 

রাজশাহী বিভাগীয় জোনাল কমিটি (রাজশাহী, সিরাজগঞ্জ,নাটোর )সাধারণ সম্পাদক তার বক্ত্যবে উল্লেখ করে বলেন যে, ০৬-০৭-২২ ইং তারিখের যে জোনাল কমিটি অনুমোদন হয় তার সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আলম বিশ্বাস কে অসৎ আচারণের দায়ে  গোদাগাড়ী, তানোর, মোহনপুর ও বাগমারা  উপজেলা জোনাল কমিটি থেকে তাদের স্থায়ী ভাবে বহিস্কার করা হয় । তিনি আরও বলেন আলম বিশ্বাস আমাদের সংস্থার জাতীয় পত্রিকা দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার বিরুদ্ধে অনেক মন্দ মন্দ কথা বার্তা বলেন যাতে আমাদের ভাব মুর্তি খুন্ন হচ্ছে এবং তার এই বিষয়ে একটি অডিও রেকর্ড আছে।

রাজশাহী বিভাগীয় পরিচালক সাহেব সভাপতি ও সম্পাদক কে আসস্থ করেন যে ঢাকা হেড অফিস কে বলে এই বিষয়ে ব্যবস্থা নেব। কেনো না এই বিষয়ে ঢাকা হেড অফিসে কিছু কথা হয়েছে। আপনারা ধয্য ধারন করে আসক ফাউন্ডেশন এর কার্যক্রম নিষ্টার সাথে চালিয়ে যান। পাশাপাশি জাতীয় দৈনিক সন্ধ্যাবাণি পত্রিকার  প্রচার ও প্রসারে নিজে কে নিয়োজিত করুন।

পরিশেষে রাজশাহী বিভাগীয় পরিচালক ঢাকা হেড অফিসের অতিরিক্ত নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম সজল এর সুস্থ্যতা কামনা করে মহান আল্লাহুর নিকট মোনাজাত করেন।

কাকন জার্নাল


No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages