রাজশাহীর কাঁকনহাটে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বর্ণাঢ্য র‌্যালি, সম্মাননা ক্রেস্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Monday, March 6, 2023

রাজশাহীর কাঁকনহাটে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বর্ণাঢ্য র‌্যালি, সম্মাননা ক্রেস্ট প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত।


আজ ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘সকলের জন্য মর্যাদা,স্বাধীনতা এবং ন্যায়বিচার।’এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন-আমাসুফ মানবাধিকার সংগঠন র‌্যালী, আলোচনা সভা এবং এসএসসি/সমমনা পরীক্ষা-২২ জিপিএ ৫ প্রাপ্তদের ক্রেস্ট প্রদান সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন হয়েছে। ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। পরে ১৯৫০ সালে ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে।

দিবসটি উদ্দযাপন উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন-আমাসুফ রাজশাহী বিভাগীয় পরিচালক ও সভাপতি রাজশাহী বিভাগীয় কমিটির  উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা  ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়। 


আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন-আমাসুফ উদ্যোগে সংগঠনটির রাজশাহী বিভাগীয় পরিচালক ও সভাপতি রাজশাহী বিভাগ মোঃ মানসুরুর রহমান  এর  নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  র‌্যালীতে উপস্থিত ছিলেন প্রথান অতিথি জনাব এ.কে.এম আতাউর রহমান খান। র‌্যালিটি কাঁকনহাট পৌরসভার  বিভিন্ন  প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঁকনহাট পৌর সভার অডিটোরিয়ামে এসে শেষ হয়। 

র‌্যালীর পর আলোচনা সভায় সভাপতি মোঃ মানসুরুর রহমান তার স্বাগত বক্তব্যে বলেন, আজ আমরা সংক্ষিপ্ত আকারে এবার তিনটি মাদ্রাসা ও একটি স্কুলের মোট ২০ জন কে সম্মাননা স্বারক প্রদান করা হলো। আসা রাখি আগামি বছর বড় আকারে সকল মাদ্রাসা ও স্কুলের যত জন জিপিএ-৫ পাবে তাদের সকলকে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে সম্মাননা করা হবে। তিনি সকল ছাত্র ছাত্রীদের উদ্দেশে বলেন তোমরা তোমাদের অধিকার সম্পর্কে সোজাগ হবে এবং সাধারণ মানুষ তার অধিকার থেকে যাতে বঞ্চিত না হয়, সে সকল বিষয়ে তোমাদের সজাগ থাকতে হবে লক্ষ রাখতে হবে।

আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন-আমাসুফ  এর পক্ষ থেকে মানবিকতায় বিশেষ অবদান রাখার জন্য সংস্থার কর্মকতা, সদস্য ও এস এস সি/সমমনা পরীক্ষা-২২জিপিএ প্রাপ্তদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

কাকন জার্নাল/তরিকুল ইসলাম 

অনুষ্ঠানের ভিডিও

https://www.facebook.com/amasufrajshahidivision/videos/832262511188045

 



No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages