আমাসুফ রাজশাহী বিভাগীয় কমিটির উদ্দোগে রাজশাহী শহরে কিছু শুকনো খাবার বিতারন - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Sunday, August 11, 2024

আমাসুফ রাজশাহী বিভাগীয় কমিটির উদ্দোগে রাজশাহী শহরে কিছু শুকনো খাবার বিতারন

 

আজ (১১ আগস্ট ২৪) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কমিটির উদ্দোগে রাজশাহী শহরের ও গোদাগাড়ী থানায় যে সকল স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র ছাত্রীগণ দেশের এই ক্রান্তিকালে শহরের টাফিক ব্যবস্থা যাতে ভেঙ্গে না পরে সে জন্য নিজ নিজ উদ্দোগে শহরের মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে তাদের কে কমিটির পক্ষ হতে সামান্ন পানির, জুস ও বিস্কুট উপহার স্বরূপ দেওয়া হয়।


যেখানে যেখানে দেওয়া হয় কাশিয়াডাঙ্গা মোড়,কোর্ট স্টেশন মোড়,মেডিকেল বাইপাস মোড়,বর্নালির মোড়,রেলগেট মোড় বা চার রাস্তার মোড়,সাহেব বাজার জিরোপয়েন্ট মোড়, সিএনবির মোড় এবং গোদাগাড়ী ফিরোজ চত্বর মোড় সে সময় উপস্থিত ছিলেন


আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ও পরিচালক জনাব মো : মানসুরুর রহমান, সঙ্গে আরও উপস্থিত ছিলেন মো: হায়াত আলী সহ সভাপতি, মো: মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, মো: তৌহিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, মো: তরিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক , মো: লুৎফর রহমান সহ সাংগঠনিক সম্পাদক, মোসা: ঝর্না বেগম সহ আইন বিষয়ক সম্পাদক, মো: মনিরুল ইসলাম মনি দপ্তর সম্পাদক সহ আরও অনেক সদস্য বৃন্দ।


No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages