নিজস্ব প্রতিবেদক:
আজ ০৯/০৭/২০২০ ইং তারিখ রোজ বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক
ফাউন্ডেশনের রাজশাহী জেলা জোনাল শাখা অফিস কার্যালয়ের কাজক্রম উদ্বোধন হয় ।
আর করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় সহ বিশ্ব
বাসির জন্য দোয়া করা হয়। বিশেষ ভাবে
রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন
রাজশাহী জেলা জোনাল কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব ইঞ্জি: মোঃ
এনামুল হক এর করোনা ভাইরাস নেগেটিভ রিপোর্ট আসায় মহান আল্লাহর শুকরিয়া আদায়
সহ তার দীর্ঘ আয়ু কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া ও মুনাজাত করা হয়।
মুনাজাত শেষে রাজশাহী জেলা জোনাল কমিটি আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর সভাপতি জনাব মো: মানসুরুর রহমান বলেন আমাদের এই অফিস উদ্বোধন অনুষ্ঠানটি বড় সরে করার চিন্তা ভাবনা ছিলো কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত পরিসরে করতে হলো সে জন্য আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি যেহেতু সকল সদস্যদের আমি বলতে পারেনি তার জন্য তবে এই পরিস্থিতি ভালো হলে সকল কে নিয়ে বড়সরে একটি অনুষ্ঠান করা হবে আল্লাহুর রহমতে।
উক্ত অফিস উদ্বোধন ও দোয়া মুনাজা অনুষ্টানে যারা উপুস্থিত ছিলেন তারা হলো জনাব মো: মানসুরুর রহমান (সভাপতি), জনাব মো: আব্দুল জাব্বার (সিনিয়র সহ-সভাপতি), জনাব মো: আমিনুল ইসলাম (সাধারণ সম্পাদক), জনাব মো: আলম বিশ্বাস( সহ-সভাপতি), জনাব মো: তরিকুল ইসলাম তারেক( অর্থ সম্পাদক), জনবা মো: নুরুল হোদা ( সহ-সমাজ কল্যান সম্পাদক), জনাব মো: হাবিবুর রহমান বাবু (বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক), জনাব মো: জালাল উদ্দিন সদস্য সহ স্থানীয় কিছু লোকজন।আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র মুলত যে সকল ব্যক্তি গন আইন এর অধিকার থেকে বঞ্চিত তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আইনি সহায়তা ও পরামর্শ প্রদান করে থাকে। রাজশাহী জেলা জোনাল(গোদাগাড়ী, তানোর, বাগমারা ও মোহনপুর) কমিটির শাখা অফিস কার্যালয়: কাকন হাট রেলওয়ে স্টেশন রোড (তসলিম মাস্টার এর মার্কেট),কাকন হাট পৌরসভা ,গোদাগাড়ী,রাজশাহী, বাংলাদেশ। তাই আপনাদের যে কোন সমস্যা সমাধানের লক্ষ্যে আইনি সহায়তা বা পরামর্শের জন্য যোগাযোগ করুন মোবা:০১৭২৬-২৫৮০৯৭ (সভাপতি), ০১৭৩৭-১৬০৩০৫ (সাধারণ সম্পাদক), ০১৭০১-০১২৫০১(অর্থ সম্পাদক)।




No comments:
Post a Comment