”বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান” কাকন হাটে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদের প্রস্তুতি সভা। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Sunday, November 1, 2020

”বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান” কাকন হাটে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদের প্রস্তুতি সভা।

ফ্রান্সে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে কাকন হাটের বরেন্দ্র অঞ্চলের তাওহীদী জনতা নিয়ে আগামি 03-11-2020 ইং রোজ: মঙ্গলবার বিকাল 3.00 পরার্মশ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

উক্ত আলোচনা সভায় সকল স্তরের জন সাধারণের উপস্থিতি একান্ত ভাবে কামনা করছি। ”বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান” আসুন আমরা সকলে একত্তিত হয়ে ফ্রান্সের অপকর্ম রুখে দিই।

উক্ত আলোচনা সভা অনষ্টিত হবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন  কাকন হাট রেল স্টেশন রোড তসলিম মাস্টারের মার্কেট, কাকন হাট পৌরসভা, গোদাগাড়ী, রাজশাহী।

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages