সমাজের যে সকল গুণিজন ২০২০ এর সম্মাননা স্বারক পেলেন। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Saturday, December 26, 2020

সমাজের যে সকল গুণিজন ২০২০ এর সম্মাননা স্বারক পেলেন।

 


নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব মাবাধিকার দিবস-২০ ইং উপলক্ষে সমাজের গুনিজনসহ মানবাধিকার প্রতিষ্ঠায় যারা অগ্রনীয় ভূমিকা রেখেছে তাদেরকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটির হেড অফিস হতে সম্মাননা স্বারক প্রদান করা হয় তাদের তালিকা নিচে দেওয়া হলো।

 সমাজের যে সকল গুনিজন ও মানবাধিকার কর্মীরা সম্মাননা স্বারক-২০২০ পেলেন:

ইঞ্জি: এনামুল হক মাননীয় সংসদ সদস্য রাজশাহী-৪ বাগমারা এবং সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটি।


আলহাজ¦ আবুল কালাম আজাদ সিনিয়র উপদেষ্টা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটি তিনি সংস্থাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই অগ্রনীয় ভূমিকা রাখায়।


মো: আব্দুর রাজ্জাক খাঁন  সিনিয়র সহকারী পুলিশ সুপার ,সার্কেল অফিসার গোদাগাড়ী - তানোর রাজশাহী।  সংস্থাকে বিশেষভাবে সহযোগিতা করা সহ এলাকাতে আইন শৃংখলা সমুন্নত রাখায়।

 
মোছা: নাজমুন নাহার  সহকারী কমিশনার (ভূমি) গোদাগাড়ী, রাজশাহী।   গোদাগাড়ী উপজেলার ভূমি অফিস দালাল মুক্ত ও সাধারণ জনগণের আস্থা অর্জন করা সহ এক জন উদীয়মান সৎ কর্মকর্তা হিসাবে।


মো: আব্দুল মালেক (মাস্টার) সহকারী শিক্ষক কাকন হাট ফাজিল মাদ্রাসা গোদাগাড়ী উপজেলা কাকনহাট পৌরসভায় শ্রেষ্ঠ শিক্ষক আসক সংস্থা কর্ততৃক বিবেচিত হওয়ায়।


মো: মানসুরুর রহমান সভাপতি ও আজীবন সদস্য, সমাজে মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা ও আজীবন সদস্য পদ লাভ করায়।


মো: আমিনুল ইসলাম সাধা: সম্পাদক ও আজীবন সদস্য , সমাজে মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা ও আজীবন সদস্য পদ লাভ করায়।


এ্যাড: মো: আবুল কাশেম আইন বিষয়ক সম্পাদক গরীব অসহায় সাধারণ জনগণকে সংস্থার পক্ষ থেকে রাজশাহী কোটে ফ্রি মামলা দেখভাল করায়।


ইঞ্জি: মো: মোজ্জামেল হক সরদার  সিনিয়র সহ -সভাপতি  বাগমারা উপজেলায় করোনার মধ্যে সংস্থার পক্ষ থেকে ত্রাণ সহায়তা সহ গরীব দূ:খি মানুষদের সাহায্য করায়।


মো: জামাল উদ্দিন ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা কাকন হাট ইউনিয়ন ভূমি অফিস    গোদাগাড়ী উপজেলায় শ্রেষ্ট ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা আসক সংস্থা কর্ততৃক বিবেচিত হওয়ায়।


খন্দকার মো: লিয়াকত আলী  সাংগঠনিক সম্পাদক  সংস্থাকে দৃঢ়তার সহিত সামনের দিকে বেগবান করায় ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায়।


মো: আলম বিশ্বাসসহ-সভাপতি  সংস্থাকে দৃঢ়তার সহিত সামনের দিকে এগিয়ে নেওয়ার ভূমিকা রাখায় ।


মো: তরিকুল ইসলাম (তারেক) অর্থ বিষয়ক সম্পাদক সংস্থার কার্যক্রম কে ডিজিটাল পদ্ধতিতে সামনের দিকে সম্প্রসারন করায় বিশেষ ভূমিকা রাখায়।

 


মো: মামুন সরকার শ্রম বিষয়ক সম্পাদক আজীবন সদস্য পদ লাভ করায়।

মো: ওয়াদুদ আলী সভাপতি, তানোর উপজেলা শাখা কমিটি,রাজশাহী।  আজীবন সদস্য পদ লাভ করায়।


মো: আজাহার আলি   সহ-সভাপতি    সমাজ সেবা মূলক কাজে বিশেষ অবদানের জন্য।


মো: নূরুল হোদা   সহ-সমাজ কল্যাণ সম্পাদক   সমাজ সেবা মূলক কাজে বিশেষ অবদানের রাখায়।


মি. স্যামুয়েল হাসদা    প্রচার সম্পাদক  সংস্থার কার্যক্রম প্রচারে বিশেষ অবদান রাখায়।


মি. লাজারুস সরেন  সহ-প্রচার সম্পাদক  সংস্থার সাথে যুক্ত হওয়ার পর আদিবাসি হওয়া সত্তে মাদক না পান করায় এবং গ্রামে মাদকের বিরুদ্ধে প্রতিবাদি হওয়ায়। 

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages