সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ এর ১নং গোদাগাড়ী ইউনিয়ন কমিটি অনুমোদন।।। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Monday, June 28, 2021

সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ এর ১নং গোদাগাড়ী ইউনিয়ন কমিটি অনুমোদন।।।


নিজস্ব প্রতিবেদক:

সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ সারা দেশে তারা প্রকৃতি জীব বৈচিত্র,জল বায়ু পরিবর্তন ও বন্য প্রাণী সুরক্ষায় লড়াকু সংগঠন। আর এই সংগঠন তাদের কাজকর্মকে তৃণ মূল পর্যন্ত পৌছিয়ে দিতে রাজশাহী জেলা গোদাগাড়ী উপজেলার অন্তর্গত ১নং গোদাগাড়ী ইউনিয়ন কমিটি অনুমোদন দেয়।

সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ ১নং গোদাগাড়ী ইউনিয়ন পরিষদ কমিটির সভাপতি হলেন মো: আব্দুল আল রবিন, সাধারণ সম্পাদক মো: রহমত উল্লাহ সম্পদ, সাংগঠনিক সম্পাদক রুমেল বাদশা কমিটির আরও সদস্য বৃন্দ হলেন সহ-সভাপতি মো: ইব্রাহিম খলিল ,মো: জাফর উল্লাহ নয়ন, মো: সাকিল, মো: শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইসারুল হক, আব্দুল্লাহ আল মবিন কনক , মো: শাজাহান আলী অমিত, মো: সিহাব, মো: হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: সাগর আলী, মো: শরিয়ত আলী, মো: নাইম, মো: মিজানুর রহমান, মো: সাব্বির কমির, প্রচার সম্পাদক মো: ফয়সাল কবির, দপ্তর সম্পাদক মো: আব্দুল আলিম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদীকা মোসা: জেসমিন আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কুদরত ই খোদা তুষার, শিক্ষা বিষয়ক সম্পাদক মো: আখতারুজ্জামান,অর্থ বিষয়ক সম্পাদক মো: অসিম, 

সহ সম্পাদক মো: শামিম হাসান, মো: সাহাবুব, মো: তানভির, মো: ওবাইদুল আলী, মো: মীল নিশার আলী, মো: অসীম আহমেদ, মো: সিহাব আলী, মো: কবির হোসেন, শ্রী শ্রীকান্ত, মো: সাহারুল ইসলাম, মো: সিহাব উদ্দিন, মো: রুহুল আমীন, মো: তাজীম উদ্দিন বাবলু, 

সম্মানিত সদস্য বৃন্দ মো: আহাদ আলী, মো: রহমত , মো: শাফায়াত, মো: সোহেল, মো: রুদ্র, মো: তৌফিকসহ মোট ৪২ জন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন  দেয় গোদাগাড়ী উপজেলা শাখা কমিটি গত ২৭ জুন।।

 কাকন জার্নাল/তরিকুল ইসলাম


No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages