গোদাগাড়ীর কাঁকন হাট পৌরসভায় প্রায় ২শত পরিবারের হাতে জি আর প্রনোদনার অর্থ বিতারণ।।। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Monday, June 28, 2021

গোদাগাড়ীর কাঁকন হাট পৌরসভায় প্রায় ২শত পরিবারের হাতে জি আর প্রনোদনার অর্থ বিতারণ।।।

 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলা গোদাগাড়ী উপজেলার অন্তর্গত কাঁকন হাট পৌরসভা আজ গরীব অসহায় দুস্থ্য প্রায় ২শত পরিবারের মাঝে জি আর প্রনোদনার  ৫০০ শত টাকা করে অর্থ বিতারণ হয়।  

উক্ত জি আর প্রনোদনার অর্থ বিতার এর শুভ উদ্বোধন করে কাঁকনহাট পৌরসভার মেয়র জনাব মো: এ কে এম আতাউর রহমান খান তিনি বাংলাদেম আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য। সেখানে আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সহ প্রায় প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর বৃন্দ।


 কাকন জার্নাল/তরিকুল ইসলাম

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages