মানবাধিকার এর মধ্যস্ততায় ২০ বছরের জমি জমা সংক্রান্ত রিরোধ মিমাংশা। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Saturday, August 28, 2021

মানবাধিকার এর মধ্যস্ততায় ২০ বছরের জমি জমা সংক্রান্ত রিরোধ মিমাংশা।


নিজস্ব প্রতিবেদক: 

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার অন্তর্গত ১নং গোদাগাড়ী ইউনিয়নে প্রায় ২০ বছর ধরে চলে আসা রিরোধ মিমাংশা করলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন রাজশাহী জেলা স্পেশাল কমিটি।

শালিসি সভায় বক্তব্য রাখছেন আসক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক মো: মানসুরুর রহমান

 

রিরোধীয় বিষয় ছিল মায়ের সম্পত্তি  (ভিটা)ছোট ভাই জোড় করে দখল করছিলো। ছোট ভাই তিন ভাইকে তার মায়ের সম্পাত্তি বুঝিয়ে দিচ্ছিল না। তাই মায়ের  সম্পত্তি বুঝিয়ে পাওয়ার জন্য মেঝো ভাই মো: আশরাফুল ইসলাম ও বড় ভাই মো: বেলাল উদ্দিন লিখিত অভিযোগ দায়ের করে ছোট ভাইয়ের বিরুদ্ধে। সে সমস্যা আজ ১নং গোদাগাড়ী ইউনিয়ন পরিষদে শালিসি সভার আয়োজন করে সমাধান করা হলো। 


শালিশি সভায় উপস্থিত ছিলেন  আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়াত কেন্দ্র ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক , রাজশাহী জেলা স্পেশাল কমিটির সভাপতি আসক ফাউন্ডেশন , বাংলাদেশ কন্জুমার রাইটস সোসাইটি রাজশাহী জেলা কমিটির সভাপতি এবং রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠন (ডাসকে ফাউন্ডেশন) এর সভাপতি মো: মানসুরুর রহমান, সঙ্গে আরও ছিলেন সাধারণ সম্পাদক মো: মিজানুরর রহমান  মেসের, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মো: নুরুল ইসলাম, সহ-সভাপতি মো: আজাহার আলী, গোদাগাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন সেন্টুৃ, সাংগঠনিক সম্পাদক সইজুদ্দিন, মানবাধিকার কর্মী মো: ফিরোজ কবির, অর্থ বিষয়ক সম্পাদক মো: তরিকুল ইসলাম তারেক, ১নং গোদাগাড়ী ইউপির চেয়ারম্যান মো: রুহুল আনিম, সাবেক চেয়ারম্যান মো: মাসাদুল ইসলাম গনি, সিসিবিভিও রাজশাহীর সমন্বয়কারী মো: আরিফ, সিসিবিভিও রাজশাহীর ভূমি কর্মকর্তা নিরঞ্জন কুজুর, ১নং গোদাগাড়ী ইউপির মেম্বার মো: আব্দুল মালেক সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ। 

প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষ সংস্থার শালিশ মেনে ন্যায় ও তাদের জমির ভাগ তারা বুঝিয়ে পেয়ে উভয় পক্ষ অনেক খুশি হয়।  সভাপতি সাহেব সকলের উদ্দেশ্যে বলে আপনারা আপন তিন ভাই আপনাদের মাঝে ভবিষতে যাতে জমি নিয়ে আর কোন প্রকার ঝগড়া বিবাদ না হয়। আপনারা সুখে শান্তিতে বসবাস করুন এই আমাদের প্রত্যাশা। আর কোন সমস্যা হলে আপনারা আমাদের অফিস কাকনহাট গুড়পট্টিতে যোগাযোগ করতে পারেন আমরা বিষয়টি দেখবো।

কাকন জার্নাল/তরিকুল ইসলাম

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages