রাজশাহী মহানগরীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা।।। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Wednesday, August 4, 2021

রাজশাহী মহানগরীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা।।।


নিজস্ব প্রতিনিধি:

রাজশাহী মহানগরীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এক শিশুর বাবা বাদী হয়ে সোমবার রাতে নগরীর শাহমখদুম থানায় মামলাটি দায়ের করেছেন।

আসামির নাম আব্দুল মান্নান (৬০)। বাড়ি নগরীর দুরুলের মোড় চকপাড়া এলাকায়। রোববার বিকালে মান্নান দুই শিশুকে বলাৎকার করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম জানান, মান্নানের এলাকায় ইজারা নেওয়া আমবাগান আছে। দুই শিশু বিকালে বাগানে খেলছিল। তখন বৃষ্টি এলে শিশুরা বাগানে মান্নানের মাচায় গিয়ে আশ্রয় নেয়। তখন মান্নান নিমকি খাওয়ানোর লোভ দেখিয়ে তাঁদের বলাৎকার করেন।

এরপর দুই শিশুকে ২০ টাকা দিয়ে পাঠিয়ে দেন। ঘটনা কাউকে বলতেও বারণ করে দেন। তবে শিশুরা বাড়ি ফিরে বিষয়টি পরিবারকে জানিয়ে দেয়। এ নিয়ে এলাকায় হট্টগোল শুরু হলে মান্নান পালিয়ে যান। পরে রাতেই এক শিশুর বাবা থানায় এসে মান্নানের বিরুদ্ধে মামলা করেন।

ওসি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দুই শিশুর শারীরিক পরীক্ষা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুতই তাঁকে ধরা যাবে বলে আশা ওসির।

কাকন জার্নাল/তরিকুল ইসলাম

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages