রাজশাহীতে ধসে পড়লো ওয়ার্কার্স পার্টির অফিসের সামনের অংশ - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Monday, October 11, 2021

রাজশাহীতে ধসে পড়লো ওয়ার্কার্স পার্টির অফিসের সামনের অংশ


অনলাইন ডেক্স

রাজশাহীতে ধসে পড়েছে ওয়ার্কার্স পার্টির অফিসের সামনের অংশ। মঙ্গলবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে। জরাজীর্ণ ভবনটির নিচের অংশে রাজশাহী প্রেস ক্লাব রয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ভবনটিতে ঝুঁকি নিয়েই দুটি অফিসের কার্যক্রম চলছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, যেভাবে ভবনটির সামনের অংশ ভেঙে পড়েছে, সেটি দিনের বেলা বা মধ্য রাতের আগে হলে অনেক হতাহতের ঘটনা ঘটতে পারত। কারণ ওই স্থানে প্রচুর জনসমাগম লেগেই থাকে। এই অবস্থায় ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

এই বিষয়ে  নগরীর বোয়ালিয়া থানা ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন ভবনটি সামনের অংশ মারাত্মকভাবে ধসে পড়েছে। জরাজীর্ণ এ ভবনটি এখন সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দিনের কোন এক সময় এ ঘটনা ঘটলে বহু হতাহতের ঘটনা ঘটতে পারত। ১৯৪৫ সালে ভবনি নির্মাণ করা হয়। পুরনো এই ভবনটি অনেক আগেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিলো।

কাকন জার্নাল/তরিকুল ইসলাম

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages