রাজশাহী বিভাগীয় ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর সাথে ত্রৈমাসিক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Monday, July 10, 2023

রাজশাহী বিভাগীয় ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর সাথে ত্রৈমাসিক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত।


নিজস্ব প্রতিবেদক:

আজ রাজশাহীর সিলিন্ডায় ফুড পার্কে মহিলা বিষয়ক অধিদপ্তর রাজশাহী জেলা ও বিভাগীয় উপপরিচালক শবনম শিরিন এর সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোসা: ইসরাত জাহান প্রোগ্রাম ম্যানেজার,ডাসকো ফাউন্ডেশন যুক্ত প্রকল্প রাজশাহী জেলা।

উক্ত অনুষ্ঠানের সভাপত্তি করেন জনাব মোঃ মানসুরুর রহমান সভাপতি সি এস ও রাজশাহী জেলা, পরিচালক,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন-আমাসুফ রাজশাহী বিভাগ এবং সভাপতি রাজশাহী বিভাগীয় কমিটি,রাজশাহী।

উক্ত সংলাপ আয়োজন করেন নারী অধিকার ও অন্তর্ভূক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ  সমাজ (যুক্ত) প্রকল্প-ডাসকো ফাউন্ডেশন, সার্বিক সহযোগিতায়: নেটজ বাংলাদেশ।

মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপপরিচালক কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাসুফ রাজশাহী বিভাগীয় পরিচালক মানসুরুর রহমান
গণতান্ত্রিক সংলাপে মহিলা বিষয়ক অধিদপ্তর এর সকল সুযোগ সুবিধা সহ বাল্য বিবাহ কি ভাবে প্রতিরোধ করা যায় এবং বিবাহ হয়ে গেলে পরে কি করনিয় সে বিষয়ে আলোচনা করা হয়।

প্রশ্ন পর্বে রাজশাহী জেলা সি এস ও  সদস্য শবনম শিরিন ম্যাডাম কে প্রশ্ন করেন কেউ যদি কোর্ট এফিডেভিট করে বিয়ে করে তাহলে তাদের উভয়ের বিবাহ সম্পূন্ন হয়। তখন উত্তরে শবনম শিরিন বলেন কোর্ট এফিডেভিট এর মাধ্যমে কোন বিবাহ সম্পূন্ন হয় না এটি তাদের দুই জনের একটি ঘোষণা পত্র মাত্র এর রকম আরও অনেক প্রশ্নের উত্তর দেন তিনি। সভাপতি সকলের সুস্থ্য কামনা করে সংলাপের সমাপ্তি ঘোষণা করেন।

কাকন জার্নাল/তরিকুল ইসলাম


No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages