নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ দিন পর আওয়ামী লীগের কাঁকনহাট পৌর কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। এ সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়েছে। আজ বুধবার বিকাল ৪টায় কমিটির সম্মেলন গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের গোদাগাড়ী-তানোর এর সংসদ সদস্য জনাব আলহাজ্জ ওমর ফারুখ চৌধুরী । আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামলীগের সভাপতি জনাব আলহাজ্জ অয়েজ উদ্দিন বিশ্বাস, সাধারন সম্পাদক মোঃ আব্দুর রশিদ, বাংলাদেশ যুবলীগ গোদাগাড়ী উপজেলার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ জাহাঙ্গীর আলম, কাঁকনহাট পৌরসভার সফল সাবেক মেয়র আলহাজ্জ আব্দুল মজিদ মাস্টার সহ আরও অনেকে।
উক্ত সম্মেলনে আওয়ামীলীগ ও যুবলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদরেক নাম ঘোষণা করা হয়। বাংলাদেশ আওয়ামীলীগ কাকনহাট পৌর শাখার নতুন সভাপতি হলেন মোঃ হুমায়ন কবির , সাধারণ সম্পাদক হলেন মোঃ সাইফুর রহমান বকুল,
![]() |
সভাপতি মোঃ হুমায়ন কবির, সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান বকুল |
কাকনহাট পৌর শাখার যুবলীগের নতুন সভাপতি হলেন মোঃ কল্লোল হোসেন মোল্লা, সাধারন সম্পাদক হলেন আলহাজ্ব মোঃ শরিফ মোল্লা।
বাংলাদেশ আওয়ামীলীগ ও যুবলীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক ও সভাপতি জনাব মোঃ মানসুরুর রহমান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
কাকন জার্নাল/তরিকুল ইসলাম
No comments:
Post a Comment