মুন্ডুমালা পৌরসভার হোল্ডিন টেক্সস ধায্য নিয়ে গণশুনানী শুরু - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Tuesday, November 23, 2021

মুন্ডুমালা পৌরসভার হোল্ডিন টেক্সস ধায্য নিয়ে গণশুনানী শুরু

 

অনলাইন ডেক্স:

রাজশাহীর মুন্ডুমালা পৌরসভার নাগরিকদের নিয়ে হোল্ডিন টেক্স ধায্য বিষয়ে গণশুনানী শুরু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার সময় পৌর চত্বরে মুন্ডুমালা পৌর কর্তৃপক্ষের আয়োজনে পৌর মেয়র সাইদুর রহমান এর সভাপতিত্বে গণশুনানী শুরু হয়। এতে অংশ নেন পৌরসভার ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের নাগরিকগন।

গণশুনানী অংশ নিয়ে পৌর নাগরিকগন তাদের বাসা-বাড়ির হোল্ডিন টেক্স ধায্য নিয়ে মতামত প্রদান করেন। উপস্থিত পৌর মেয়র সাইদুর রহমান তাদের মতামতের ভিক্তিতেই টেক্স ধায্য করার বিষয়ে নাগরিকগণকে আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর সভার সচিব আবুল হোসেন, সহকারী প্রকৌশলী নাজমুল হাসান, কর নির্ধারণ কমিটির সভাপতি মিজানুর রহমান বুলবুল, প্যানেল মেয়র আতাউর রহমান বাবলু ,প্যানেল মেয়র-২ আতিকুর রহমান, কর নির্ধারক আনারুল ইসলামসহ সকল কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।

কাকন জার্নাল/তরিকুল ইসলাম

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages