আমাসুফের রাজশাহী বিভাগীয় কমিটির সহ সভাপতিকে পরিচয় পত্র পরিয়ে দিচ্ছেন মোঃ মানসুরুর রহমান। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Monday, March 6, 2023

আমাসুফের রাজশাহী বিভাগীয় কমিটির সহ সভাপতিকে পরিচয় পত্র পরিয়ে দিচ্ছেন মোঃ মানসুরুর রহমান।

অধ্যক্ষ মো: হায়াত আলী সংস্থার পরিচয় পত্র তুলে দিচ্ছেন মোঃ মানসুরুর রহমান

 নিজস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কমিটির সহ সভাপতি মো: হায়াত আলী অধ্যক্ষ শাহ সুলতান কামিল মাদ্রাসাকে সংস্থার পরিচয় পত্র পরিয়ে দিচ্ছেন জনাব মো: মানসুরুর রহমান পরিচালক ও সভাপতি রাজশাহী বিভাগ আমাসুফ সংঙ্গে উপস্থিত আছেন সিনিয়র সহ সভাপতি মো: হযরত আলী ও সহ সভাপতি মো: সাদিকুল ইসলাম অধ্যক্ষ রাজারামপুর চাত্রা আলিম মাদ্রাসা, সহ আইন বিষয়ক সম্পাদক মো: মিনারুল হক তারেক সহ আরও অনেকে। পরে সকলের সঙ্গে সংগঠন কি ভাবে সামনের দিয়ে এগিয়ে নিয়া যায় সে সম্পর্কে দিক নির্দেশনা মূলক আলোচনা হয়।

কাকন জার্নাল/তরিকুল ইসলাম

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages