প্রায় ০১ বছর পর তালাক প্রাপ্তা নারী আমাসুফের মাধ্যমে ফিরে পেলেন তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Sunday, March 19, 2023

প্রায় ০১ বছর পর তালাক প্রাপ্তা নারী আমাসুফের মাধ্যমে ফিরে পেলেন তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।

পরিচালক ও সভাপতি জনাব মানসুরুর রহমান সাহেব প্রথম পক্ষের দাবিকৃত প্রায় সকল জিনিসপত্র বুঝিয়ে দিচ্ছেন ।

নিজস্ব প্রতিনিধি:

প্রায় এক বছর আগে কোর্ট এর মাধ্যমে মো: হারুন অর রশিদ তার স্ত্রী মোসা: সাবিনা ইয়াসমিন কে তালাক দেন । হারুন সাহেব কোর্টের মাধ্যমে তার দেন মোহর পরিশোধ করেন। কিন্তু মোসা: সাবিনা ইয়াসমিনের সকল নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র থেকে যায় মো: হারুন অর রশিদের বাসায় । হারুন সাহেব  নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র ইয়াসমিন কে না দিলে সে গত ২৩ ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন-আমাসুফ রাজশাহী বিভাগীয় পরিচালক ও সভাপতি বরাবর হারুন সাহেব কে বিবাদী বা ২য় পক্ষ করে একটি লিখিত আবেদন করেন। মোসা: সাবিনা ইয়াসমিনের লিখিত আবেদন গ্রহণ করে সে বিষয়ে অনুসন্ধান করে বিবাদী মো: হারুন অর রশিদ কে সংস্থার পক্ষ থেকে বিষয়টি সামাজিক ভাবে মিমাংশার লক্ষে একটি লিখিত নোটিশ প্রদান করা হয়। নোটিশ পেয়ে মো: হারুন সাহেব নোটিশের নির্ধারিত তারিখ ও সময়ে সংস্থার বিভাগীয় পরিচালক এর অফিস কার্যালয় কাকন হাট গুড়পট্টিতে হাজির হয়। পরিচালক ও সভাপতি জনাব মো: মানসুরুর রহমান উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টি সামাজিক ভাবে মিমাংশার লক্ষে উভয় পক্ষকে সময় দেওয়া হয়। 

সে সময়ের প্রেক্ষিতে গত শনিবার ১৮ তারিখ প্রথম পক্ষের দাবিকৃত প্রায় সকল নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র ২য় পক্ষ বা বিবাদী মো: হারুন অর রশিদ সাহেব সংস্থার পরিচালক সাহেব এর অফিস কার্যালয়ে হাজির হয়ে প্রায় সকল জিনিস পত্র সংস্থার মাধ্যমে মোসা: সাবিনা ইয়াসমিনকে বুঝিয়ে দেন । এই সময় সকল জিনিস পত্র বুঝে নিয়ে পরিচালক জনাব মো: মানসুরুর রহমান সাহেব প্রথম পক্ষ কে তা বুঝিয়ে দিচ্ছেন।

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সর্বদা নির্যাতিত অবহেলিত গরিব অসহায় মানুষের অধিকার নিয়ে কাজ করে।

তাই আপনি যদি আপনার প্রাপ্প হক বা অধিকার থেকে বঞ্চিত হওয়ন তাহলে যোগাযোগ করুন 

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আমাসুফ রাজশাহী বিভাগীয় পরিচালকের অফিস কার্যালয়

কাকনহাট গুড়পট্টি, গোদাগাড়ী, রাজশাহী। প্রয়োজনে: ০১৭২৬-২৫৮০৯৭, ০১৭০১-০১২৫০১

আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আমাসুফ রাজশাহী বিভাগীয় কমিটি।

কাকন জার্নাল/তরিকুল ইসলাম



No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages