আজ আমাসুফের বাগমারা উপজেলা কমিটির পরিচিতি সভা ও অফিস শুভ উদ্বোধন অনুষ্টিত হয়। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Monday, March 20, 2023

আজ আমাসুফের বাগমারা উপজেলা কমিটির পরিচিতি সভা ও অফিস শুভ উদ্বোধন অনুষ্টিত হয়।

 নিজস্ব প্রতিনিধি:

আজ ২০ শে মার্চ বাগমারা ভবানীগঞ্জ হেলিপ্যাড মাঠে  আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আমাসুফ বাগমারা উপজেলা কমিটি পরিচিত সভা ও অফিস শুভ উদ্বোধন হয়েছে। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মো: মানসুরুর রহমান পরিচালক ও সভাপতি রাজশাহী বিভাগ। 

বিশেষ অতিথিবন্দ হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: হযরত আলী সিনিয়র সহ সভাপতি রাজশাহী বিভাগ,  জনাব এস এম মাহফুজুর রহমান মারুফ, সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ, কে এম ইফতেখার হামিদ শ্যামল আইন বিষয়ক সম্পাদক রাজশাহী বিভাগ, জনাব মো: তরিকুল ইসলাম তারেক অর্থ বিষয়ক সম্পাদক রাজশাহী বিভাগ, জনাব মোঃ আয়ুব আলী সহ ধর্ম বিষয়ক সম্পাদক রাজশাহী বিভাগ,জনাব মো: মনিরুল ইসলাম মনি সহ প্রচার সম্পাদক রাজশাহী বিভাগ, জনাব খন্দকার মো: লিয়াকত আলী সভাপতি রাজশাহী জেলা, জনাব মো: আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক রাজশাহী জেলাসহ রাজশাহী বিভাগ ও জেলা অনেক সদস্যবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমরা আজ হতে কার্ড ধারী মানবাধিকার কর্মী আমাদের স্বরণ রাখতে হবে যাতে আমাদের দারায় সাধারণ মানুষের কোন প্রকার ক্ষতি সাধিত না হয়। এবং কোন কর্মী এই কার্ড দিয়ে যদি কোন সদস্য সংস্থার গঠন তন্ত্র বহির কাজ করে তাহলে সেই দায়ভার সে নিজে বহন করবে। আপনারা আমাদের সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী কাজ করবেন কাজ করতে কোন প্রকার সমস্যা হলে আপনারা আপনাদের সভাপতি ও সাধারণ সম্পাদক এর সাথে যোগাযোগ করবেন তারা যদি না পারে তাহলে তারা জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক এর সাথে যোগাযোগ করবেন তারও যদি কোন সমস্যা হয় তাহলে তারা বিভাগীয় কমিটি বরাবর যোগাযোগ করবে আপনারা নেটওর্য়াক মেন্টন করে চলবেন। আপনাদের যে কোন প্রকার সমস্যা সমাধানের জন্য আমরা সহ আমাদের কেন্দ্র সর্বদা সজাগ আছে। আপনারা নির্ভয়ে সমাজের ভালো ভালো কাজ গুলো করেন,মানব কল্যান করুন, গরিব ,অসহায়, অবহেলীত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার আদায়ে সর্বদা সচেষ্ট থাকবেন। বিশেষ অতিথি বৃন্দ সংস্থার গঠন মূলক কাজের কথা বলেন ।

বাগমারা উপজেলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন-আমাসুফ এর নবগঠিত কমিটির পরিচিতি

মোঃ মিনাউল হক (তারেক)    সভাপতি
মোঃ খলিলুর রহমান    সিনিয়র সহ সভাপতি
মোঃ রেজাউল করিম    সহ- সভাপতি
মোঃ মনসুর রহমান সরকার    সহ- সভাপতি
দেওয়ান আঃ রাজ্জাক    সাধারণ সম্পাদক
মোঃ আমিনুল ইসলাম    যুগ্ম সাধারণ সম্পাদক
মোঃ আবুল কালাম আজাদ    সহ- সাধারণ সম্পাদক
মোঃ আশরাফুল ইসলাম (২)    সহ- সাধারণ সম্পাদক
মোঃ নজরুল ইসলাম (বাবু)    সাংগঠনিক সম্পাদক
মোঃ আশরাফুল ইসলাম (১)    সহ- সাংগঠনিক সম্পাদক
মোঃ আব্দুস সোবাহান    সহ- সাংগঠনিক সম্পাদক
মোঃ আব্দুল মালেক সরদার    প্রচার সম্পাদক
মোঃ মাহবুর রহমান    সহ- প্রচার সম্পাদক
মোঃ মুক্তার হোসেন     দপ্তর সম্পাদক
মোঃ আব্দুর রউফ মন্ডল    সমাজ কল্যাণ সম্পাদক
মোঃ মোজাম্মেল হক মন্ডল    সহ-সমাজ কল্যাণ সম্পাদক
ময়নুল ইসলাম     অর্থ বিষয়ক সম্পাদক
মোঃ নাজমুল ইসলাম    আইন বিষয়ক সম্পাদক
মোহাম্মদ সাইদ আলী    সহ-আইন বিষয়ক সম্পাদক
মোছাঃ মুক্তি খাতুন     মহিলা বিষয়ক সম্পাদিকা
মোঃ আফজাল হোসেন    শিক্ষা বিষয়ক সম্পাদক
মোঃ দায়েম উদ্দীন প্রামানিক    ক্রিড়া বিষয়ক সম্পাদক
রায়হান আলী শেখ    তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক
মোঃ নাসির উদ্দিন সরদার    স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
মোঃ আককাছ আলী সেখ    ধর্ম বিষয়ক সম্পাদক
মোঃ শহিদুল ইসলাম    সহ- ধর্ম বিষয়ক সম্পাদক
এস.এম. আব্দুল বাসেদ    মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক
মোঃ মকলেছুর রহমান    ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক
মোঃ বেলাল হোসেন    সহ -ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক
মোঃ হেলাল উদ্দিন    বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক
মোঃ হাফিজুর রহমান    সহ- বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক
মোঃ আব্দুল লতিফ প্রাং    শ্রম বিষয়ক সম্পাদক
মোঃ জাহেদুল ইসলাম মোল্লা    সম্মানিত নির্বাহী সদস্য

বাগমারা উপজেলা কমিটির সম্মানিত উপদেষ্টা গণ হলেন:
ডাঃ মোঃ সাব্বির আহমেদ অনিক, সভাপতি, বে-সরকারী ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার মালিক সমিতি, বাগমারা, রাজশাহী।  ডাঃ মোঃ আব্দুল বারী , পরিচালক ভবানীগঞ্জ ক্লিনিক, বাগমারা, রাজশাহী।  মোঃ জিয়াউদ্দিন টিপু ,অধ্যক্ষ,তাহেরপুর ডিগ্রি কলেজ, বাগমারা, রাজশাহী।    

বিঃ দ্রঃ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে নতুন ভাবে কমিটি গঠন করা হচ্ছে। যারা মানবাধিকার বিষয়ে কাজ করতে ইচ্ছুক তারা যোগাযোগ করুন মোঃ মানসুরুর রহমান পরিচালক ও সভাপতি রাজশাহী বিভাগ আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন-আমাসুফ।মোবাইল নম্বর: 01726-258097, 01701-0125041

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages