অ্যাপের মাধ্যমে নিজ এলাকার তথ্য পাবেন এমপিরা - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Wednesday, September 30, 2020

অ্যাপের মাধ্যমে নিজ এলাকার তথ্য পাবেন এমপিরা

অ্যাপের মাধ্যমে নিজ এলাকার তথ্য পাবেন এমপিরা

তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রম তদারকি ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্থানীয় সংসদ সদস্যরা। এক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখা যায়, সংসদ সদস্যদের কাছে নিজ এলাকার বিভিন্ন বিষয়ের পর্যাপ্ত তথ্য না থাকা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নেও কার্যকর ভূমিকা প্রয়োজন সংসদ সদস্যদের। এ জন্য নিজ এলাকার তথ্য সম্বলিত অ্যাপ চালু করা হয়েছে।

আমার সংসদীয় এলাকা বা মাই কনস্টিটিউয়েন্সি’ নামে এই অ্যাপ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সংসদ সদস্যদের নিজ এলাকার ১০টি বিষয়ভিত্তিক ডেটা; যেমন-বাল্যবিবাহের হার, মাতৃমৃত্যু হার ইত্যাদি হাতের মুঠোয় পাবেন। যা পরবর্তীতে আরো সম্প্রসারিত হবে। থাকবে নির্বাচনী এলাকার সামগ্রিক পরিস্থিতির একটি চিত্র। ফলে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ইউএনডিপি বাংলাদেশ-এর উদ্যোগে ‘আমার সংসদীয় এলাকা-মাই কনস্টিটিউয়েন্সি’ ডাটা প্লাটফর্ম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে উন্নয়ন প্রক্রিয়ার সাথে সংসদ সদস্যদের সম্পৃক্ত করতে হবে। তাদের চিন্তা, ভাবনা, পরামর্শ, দিক-নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা নির্বাচিত সাংসদরাই নিজস্ব সংসদীয় এলাকার উন্নয়ন ও জনমানুষের জীবনমানের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে থাকেন। এক্ষেত্রে, ‘আমার সংসদীয় এলাকা-মাই কনস্টিটিউয়েন্সি’ ডাটা প্লাটফর্ম অ্যাপটি এসডিজি বিষয়ক তথ্য সাংসদদের হাতের মুঠোয় এনে দিবে বলে উল্লেখ করেন স্পিকার।ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমান বিশ্ব কোভিড-১৯ নামক এক ভয়াবহ সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। যা বিশ্বব্যাপী মানুষের জীবন ও অর্থনীতিকে নেতিবাচক-ভাবে প্রভাবিত করছে। কর্মসংস্থানের ঘাটতি তৈরি হবার কারণে অর্থনীতিকে সঠিক পথে রেখে এসডিজিকে বাস্তবায়ন করা জটিল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সময়ে চালু করা অ্যাপটি বড় সহায়ক হবে বলে জানান স্পিকার। 

ইউএনডিপি বাংলাদেশের পলিসি স্পেশালিস্ট মোজাম্মেল হকের উপস্থাপনায় ভার্চুয়াল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ইউএনডিপির গ্লোবাল লিড ও এশিয়া-প্যাসিফিক ফোকাল পয়েন্ট চার্লস শোভেল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাগত বক্তব্য এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী উদ্বোধনী বক্তব্য দেন।


No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages