লিগ কাপের চতুর্থ রাউন্ডে লড়বে ম্যান সিটি-বার্নলি - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Wednesday, September 30, 2020

লিগ কাপের চতুর্থ রাউন্ডে লড়বে ম্যান সিটি-বার্নলি

 লিগ কাপের চতুর্থ রাউন্ডে লড়বে ম্যান সিটি-বার্নলি

লিগ কাপের চতুর্থ রাউন্ডে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষ বার্নলি। ইপিএলে শেষ ম্যাচে লেস্টার সিটির কাছে বড় ব্যবধানে হারের তিক্ত স্মৃতি কাটিয়ে জয়ে ফেরার লক্ষ্য সিটিজেনদের। টার্ফ মুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। এদিকে, লা লিগায় রাত ১১টায় হুয়েস্কার বিপক্ষে লড়বে অ্যাতলেটিকো মাদ্রিদ। 

ইপিএলে শেষ ম্যাচে লেস্টার সিটির কাছে ৫-২ গোলের হারে সমালোচনায় জর্জরিত হচ্ছে ম্যানচেস্টার সিটি ও কোচ পেপ গার্দিওলা। কোচিং ক্যারিয়ারে অনেক বড় বড় ক্লাবের সাফল্যের কারিগর পেপ গার্দিওলা। ক্যারিয়ারে শেষ ৬৮৬ ম্যাচে কখনোই তিনি কোচ ছিলেন অথচ ক্লাব ৫-২ ব্যবধানে হেরেছে এমন নজির নেই। শুধু কি তাই? ইতিহাদে হওয়া শেষ ৪৩৮ ম্যাচের মধ্যে কখনোই ম্যানচেস্টার সিটিকে এত বড় ব্যবধানে হারের লজ্জা দিতে পারেনি কোন ক্লাব।

লিগের দ্বিতীয় ম্যাচেই এমন ধাক্কায় টালমাটাল সিটি। ঘুরে দাঁড়াতে মরিয়া পেপ গার্দিওলা। বার্নলের বিপক্ষে প্রয়োজনে ঢেলে সাজাবেন একাদশ। মঞ্চটা লিগ কাপ। জিতলেই লিগ কাপের কোয়ার্টার ফাইনালের টিকিট। তবে, শীর্ষ আটের চেয়ে সমালোচকদের দাঁতভাঙা জবাব দিতেই মুখিয়ে আছেন তিনি। ম্যাচের ভেন্যু টার্ফ মুর। প্রতিপক্ষের মাঠ থেকেই জয় নিয়ে ফিরতে চান গার্দিওলা।ইনজুরিতে পড়ে খেলতে পারবেন না গার্দিওলার আক্রমণভাগের দুই সেনানী গ্যাব্রিয়েল জেসুস ও আগুয়েরো। খেলবেন টেলর হারউড বেলস, আদ্রিয়ান, টমি ডয়েল ও স্টেফানের থাকাটা নিশ্চিত করেছেন কোচ। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন লাপোর্তে। তার থাকাটা নিশ্চিত করছে ফিটনেস টেস্টের ওপর। আর করোনায় আক্রান্ত গুন্ডোগান আছেন আইসোলেশনে। এছাড়াও খেলতে পারবেন না বার্নাদো সিলভা ও জোয়াও ক্যানসেলো। প্রতিপক্ষ বার্নলি শিবিরও ইনজুরিতে বিপর্যস্ত। শেষ ম্যাচে তারাও হেরেছে সাউদাম্পটনের কাছে। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে শেষ দশ ম্যাচের ৯টিতে ই জিতেছে ম্যানচেস্টার সিটি। একবারো সিটিজেনদের হারাতে পারেনি বার্নলে। তাই পরিসংখ্যানের সে ধারাবাহিকতা ধরে রাখতে চায় সিটি।

এদিকে, লা লিগায় মাঠে নামবে অ্যাতলেটিকো মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ হুয়েস্কা। প্রথম ম্যাচে গ্রানাদাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত ফর্মে আছে রোজি ব্লাঙ্কো। ক্লাব অভিষেকেই জোড়া গোল করেছেন সুয়ারেজ। এ ম্যাচেও সে ধারাবাহিকতা ধরে রাখতে চান উরুগুইয়ান তারকা। হুয়েস্কাকে হারিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে চায় সিমিওনের শীষ্যরা। এ ম্যাচে সুয়ারেজের সঙ্গে আক্রমণভাগ সামলাবেন দিয়েগো কস্তা।


No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages