গোপনে ফোন কল রেকর্ড করে যে স্পাইওয়্যার - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Monday, October 12, 2020

গোপনে ফোন কল রেকর্ড করে যে স্পাইওয়্যার

অনলাইন ডেস্ক:

স্মার্টফোনের বাজারে অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে নতুন একটি খবর আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে।


নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ইসেট-এর গবেষকরা নতুন একটি অ্যান্ড্রয়েড স্পাইওয়্যার সম্পর্কে করেছেন, যা গোপনে আপনার ফোন কল রেকর্ড, কন্টাক্টস চুরি এবং ব্যক্তিগত মেসেজ পড়ায় সক্ষম।

নতুন এই স্পাইওয়্যারের নাম ‘অ্যান্ড্রয়েড/স্পাই সি২৩.এ’। এটি খুব পরিচিত কোনো অ্যাপসকে টোপ হিসেবে ব্যবহার করে ফেক অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোরের মাধ্যমে ডিভাইসে হানা দেয়।

এ সম্পর্কে এক ব্লগ পোস্টে ইসেট-এর গবেষক লুকাশাস স্টেফানকো বলেন, “আমরা বিপজ্জনক ম্যালওয়্যার ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে ব্যবহৃত একটি ফেক অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর শনাক্ত করেছি। সেখানে এই ম্যালওয়্যারটি ‘অ্যান্ড্রয়েড আপডেট’, ‘থ্রিমা’ এবং ‘টেলিগ্রাম’ হিসেবে পোস্ট করা অ্যাপগুলোতে লুকানো ছিল।”

উদ্বেগের বিষয় হলো, গবেষকদের বিশ্লেষণে দেখা গেছে অ্যান্ড্রয়েড/স্পাই সি২৩.এ ছবি তোলা, অডিও রেকর্ড করা, ফাইল মুছে ফেলা এবং এমনকি আপনার স্ক্রিন রেকর্ড করাসহ বেশ কিছু বিপজ্জনক কার্যক্রম চালাতে পারে।

এই গবেষণার আলোকে, গবেষকরা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কেবলমাত্র অফিসিয়াল গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করার পরামর্শ দিয়েছেন।

স্টেফানকো বলেন, ‘স্পাইওয়্যারের আক্রমণ ঠেকাতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কেবল অফিসিয়াল গুগল প্লে স্টোর ব্যবহার করা উচিত। অন্য কোনো অ্যাপস স্টোর থেকে অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। অ্যাপস ডেভেলপার সম্পর্কে যাচাই করা, পারমিশন রিকোয়েস্টগুলো ডাবল চেক করা এবং উন্নত ও বিশ্বস্ত মোবাইল অ্যান্টিভাইরাস ব্যবহার করাটা সুরক্ষা নিশ্চিত করবে।’

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages