নাটরে বাল্যবিয়ে পড়ানোয় দায়ে কাজীর জেল - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Thursday, October 8, 2020

নাটরে বাল্যবিয়ে পড়ানোয় দায়ে কাজীর জেল

বাল্যবিয়ে পড়ানোয় কাজীর জেল

নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ে পড়ানোয় কাজী আনোয়ার পারভেজকে (এনামুল কাজী) জেল দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে উপজেলার চাঁচকৈড় গাড়িষা পাড়ায় এই ঘটনা ঘটে। কাজী আনোয়ার পারভেজ একই এলাকার আবু বক্কর সিদ্দিকীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল জানান, চাঁচকৈড় গাড়িষা পাড়ায় জাকিয়া সুলতানা নামের ১৫ বছর বয়সী মেয়ের বিয়ে পড়ানোর খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে বিবাহ করার অপরাধে সুরুজ প্রামানিককে হাতেনাতে আটক করা হয়। সে আজ বৌ-ভাতের আয়োজন করে মেয়েকে বাড়িতে উঠিয়ে নিতে আসে। বাল্য বিয়ের দোষ স্বীকার করায় তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত সংসার করবে না মর্মে মুচলেকা নেয়া হয়।

তিনি আরো জানান, একই সঙ্গে এই বিবাহ সম্পাদন করার অপরাধে গুরুদাসপুর পৌরসভা ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের কাজী আনোয়ার পারভেজ (এনামুল কাজী) কে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

কাঁকন জার্নাল/তরিকুল ইসলাম

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages