আসক ফাউন্ডেশন রাজশাহী জেলার দুই জন আজীবন সদস্যে মনোনিত। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Sunday, November 22, 2020

আসক ফাউন্ডেশন রাজশাহী জেলার দুই জন আজীবন সদস্যে মনোনিত।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটির সম্মানিত সভাপতি জনাব মো: মানসুরুর রহমান ও সাধারণ সম্পাদক জনাব মো: আমিনুল ইসলাম কে আসক ফাউন্ডেশন ঢাকার আজীবন সদস্য মনোনিত করেন এবং  আসক ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) জনাবা নাজমুন নাহার হেনা তাদের দুই জন কে সংস্থার আজীবন সদস্য কার্ড গোলায় পরিয়ে দেন।


আমরা রাজশাহী জেলা জোনাল কমিটির পক্ষ্য থেকে ম্যাডামকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারক বাদ এবং রাজশাহী বাসির পক্ষ থেকে ম্যাডাম এর জন্য রইল অশেষ দোয়া আল্লাহ যেন ম্যাডামকে সুস্থ্য রাখেন। আমিন।।।

কাকন জার্নাল/ তরিকুল ইসলাম



No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages