আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটির সম্মানিত সভাপতি জনাব মো: মানসুরুর রহমান ও সাধারণ সম্পাদক জনাব মো: আমিনুল ইসলাম কে আসক ফাউন্ডেশন ঢাকার আজীবন সদস্য মনোনিত করেন এবং আসক ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) জনাবা নাজমুন নাহার হেনা তাদের দুই জন কে সংস্থার আজীবন সদস্য কার্ড গোলায় পরিয়ে দেন।
আমরা রাজশাহী জেলা জোনাল কমিটির পক্ষ্য থেকে ম্যাডামকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারক বাদ এবং রাজশাহী বাসির পক্ষ থেকে ম্যাডাম এর জন্য রইল অশেষ দোয়া আল্লাহ যেন ম্যাডামকে সুস্থ্য রাখেন। আমিন।।।
কাকন জার্নাল/ তরিকুল ইসলাম






No comments:
Post a Comment