তানোর উপজেলায় আসক ফাউন্ডেশন এর কমিটি গঠন ।। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Sunday, November 22, 2020

তানোর উপজেলায় আসক ফাউন্ডেশন এর কমিটি গঠন ।।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটির অন্তর্গত তানোর উপজেলা শাখা কমিটি ১৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়েছে। উক্ত ১৭ সদস্য বিশিষ্ট কমিটির প্রধান  উপদেষ্টা  জনাব গোলাম রাব্বানী মেয়র মুন্ডমালা পৌরসভা তানোর রাজশাহী। আরো উপদেষ্টা আছেন জনাব মো: সারোয়ার জাহান প্রফেসার কৃষ্ণপুর ডিগ্রি কলেজ , জনাব মো: আশরাফুল ইসলাম অধ্যাপক কৃষ্ণপুর ডিগ্রি কলেজ।

উক্ত ১৭ সদস্য বিশিষ্ট কমিটির সম্মানিত সভাপতি জনাব মো: ওয়াদুদ আলি, সাধারণ সম্পাদ মো: আল-আমিন, সাংগঠনিক সম্পাদক জনাব মো: মফিজুল ইসলাম কাজাল, আরো উক্ত পদের সদস্য গণ্ মো: সোহেল বানা সহ-সভাপতি, মো: সুইট সহ-সভাপতি,মো: সেতাউর রহমান যুগ্ন সাধারণ সম্পাদক, মো: মিনহাজ আলি সহ-সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আলি অর্থ সম্পাদক, মো: রিপন আলি প্রচার সম্পাদক, মোসা: ফাহিমা খাতুন মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা, মোসা: ময়না খাতুন সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা, মোসা: জুলেখা বেগম সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা, মো: জামাল উদ্দিন সাধারণ সদস্য। 

উক্ত কমিটির তালিকা রাজশাহী জেলা জোনাল কমিটির সম্মানিত সভাপতি  জনবা মো: মানসুরুর রহমান ও সাধারণ সম্পাদক জনাব মো: আমিনুল ইসলাম ,সহ-সভাপতি জনাব আলম বিশ্বাস তানোর উপজেলা শাখা অফিসের সভাপতি জনাব মো: ওয়াদুদ আলির হাতে কমিটির তালিকা ও পরিচয় পত্র তুলে দিচ্ছেন । 

অফিস যোগাযোগ  রাজশাহী জেলা জোনাল কমিটির অফিস কাকন হাট রেল স্টেশন রোড, কাকনহাট পৌরসভা, গোদাগাড়ী, রাজশাহী। মোবা: 01726-258097, 01737-160305।

তানোর উপজেলা শাখা অফিস: মুন্ডমালাহাট তানোর রোড,তানোর,রাজশাহী। মোবা: 01773-527794

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages