নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক
মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক)ফাউন্ডেশনের আরো একটি জোনাল
কমিটির অফিস শুভ উদ্বোধন হতে যাচ্ছে। অফিস উদ্বোধনের তারিখ : ২৮-১১-২০২০ ইং
রোজ: শনিবার, সময়: বিকেল ৩.০০ টায়।
সিরাজগঞ্জ জেলা জোনাল কমিটির অফিস ও তাদের কার্যক্রম শুভ উদ্বোধন করবেন রাজশাহী অঞ্চলের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনবা মো: মানসুরুর রহমান, আইন বিষয়ক সম্পাদক জনাব মো: আবুল কাশেম, সাধারণ সম্পাদক জনাব মো: আমিনুল ইসলাম।
এবং সংঙ্গে অনলাইন এর মাধ্যমে যুক্ত থাকবেন কাজীপুর আসনের সম্মানিত নব নির্বাচিত এমপি সাহেব জনাব প্রকৌশলী তানভিন শাকিল জয় তিনি উক্ত জোনাল কমিটির সম্মানিত প্রধান উপদেষ্টা । কারণ তিনি করোনা রোগে আক্রান্ত তাই তিনি অনলাইন এর মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হবেন।
আর এমপি সাহেবের রোগ মুক্তির জন্য সারা দেশ বাসির কাছে রাজশাহী অঞ্চলের আসকের জেনাল কমিটির সভাপতি জনাব মো: মানসুরুর রহমান দোয়া কামনা করেছেন যাতে তিনি আল্লাহর রহমতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।উদ্বোধনে অনুষ্ঠানে আরো উপুস্থিত থাকবেন কাজিপুর উপজেলার ইউ.এন.ও জনাব মো: জাহিদ হাসান এবং কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো: খলিলুর রহমান (সিরাজী)।
উক্ত অনুষ্ঠানে উপুস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনা করবেন সিরাজগঞ্জ জেলা জোনাল কমিটির সম্মানিত সভাপতি মো: আবু বাসির এবং অনুষ্ঠান সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মো: আব্দুল বারি নান্নু। উক্ত কমিটির সকল সদস্যগণ ও এলাকার গণমান্য সমাজ সেবীগণ ।।।
কাঁকন জার্নাল/তরিকুল ইসলাম





No comments:
Post a Comment