নিজস্ব প্রতিবেদক:
আজ (১৯ ডিসেম্বর ) সন্ধ্যায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটির হেড অফিস কাঁকন হাট রেল স্টেশন রোড অফিসে কাঁকনহাট পৌর শাখার বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জনাব মো: হুমায়ন কবির কে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের বিশেষ অতিথির সম্মাননা স্বারক প্রদান করা হয়।
জনাব মো: হুমায়ন সাহেব কে আসক ফাউন্ডেশন এর পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করেন রাজশাহী জেলা জোনাল কমিটির সভাপতি জনাব মো: মানসুরুর রহমান সঙ্গে আরোও উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক জনাব মো: আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনাব খন্দারক মো: লিয়াকত আলি, সহ-সভাপতি মো: আজাহার আলি, সহ-সভাপতি মো: আলম বিশ্বাস, অর্থ সম্পাদক মো: তরিকুল ইসলাম (তারেক), সহ-সমাজ কল্যাণ সম্পাদক মো: নুরুল হোদা, প্রচার সম্পাদক মি. স্যামুয়েল হাসদা, সহ-প্রচার সম্পাদক মি. লাজারুস সরেন, মানবাধিকার সদস্য ও কাকনহাট পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলার পদ প্রার্থী ববিতা মার্ডি ও সদস্য মো: মোকসেদ আলি সহ এলাকার লোকজন।
সম্পাদক মো: মানসুরুর রহমান
কাঁকন জার্নাল/তরিকুল ইসলাম





No comments:
Post a Comment