কাকনহাটে মানবাধিকার অফিসে মাসাউস এর পাবলিক সার্ভিস এনাউন্সমেন্ট এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Monday, February 22, 2021

কাকনহাটে মানবাধিকার অফিসে মাসাউস এর পাবলিক সার্ভিস এনাউন্সমেন্ট এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক:

আজ ২২ শে ফেব্রুয়ারী রোজ সোমবার দূপুর ৩ টার সময় রাজশাহী জেলা গোদাগাড়ী উপজেলার অন্তর্গত কাঁকনহাট পৌরসভার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটি ও বাংলাদেশ কন্জুমার রাইটস সোসাইটি রাজশাহী জেলা কমিটির অফিস কাঁকনহাট রেল ষ্টেশন রোড অফিসে বাংলাদেশের বিভিন্ন দপ্তর আছে কিন্তু আমরা জানিনা যে কোন দপ্তর বা অধিদপ্তর হতে কোন সুযোগ সুবিধা পাওয়া যায়। সে সকল সুযোগ সুবিধার কথা জন সাধারণ কে জানানো বা জন সাধারণের কাছে পৌছিয়ে দেওয়ার জন্য এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনেক বিষয় নিয়ে আলোচনা হয় কিন্তু বিশেষ করে যুবকদের জীবন মান উন্নয়নের জন্য বা বেকারক্ত দূর করার জন্য সকলের কাছে পৌছিয়ে দাও যে বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর হতে অনেক বিষয়ে প্রশিক্ষণ নিয়ে সাবলম্বি হওয়া যায় তাহার তথ্য। মেয়েদের জীবন মান উন্নয়নের জন্য বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তর হতে অনেক বিষয়ে প্রশিক্ষণ নিয়ে মহিলা বা মেয়েরাও  কিভাবে স্বালম্বি হওয়া যায় তাহার তথ্য। এবং জনসাধারণ বিভিন্ন অসুবিধার জন্য কোথায় গেলে তাহার সমাধান পাওয়া যাবে তাহার তথ্য নিয়ে আলোচনা হয়।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটি ও বাংলাদেশ কন্জুমার রাইটস সোসাইটি রাজশাহী জেলা কমিটির সভাপতি জনাব মোঃ মানসুরুর রহমান, মাসাউস এর নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা,সৌমিক ডুমরি ইয়ুথ লেড ডিজিটাল এ্যনগেজমেন্ট (YED)  প্রকল্প অফিসার ও YED প্রকল্পের YOUTH CHAMPION, ন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটি ও বাংলাদেশ কন্জুমার রাইটস সোসাইটি রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক মো: তরিকুল ইসলাম (তারেক), সহ-সভাপতি মো: আলম বিশ্বাস, প্রচার সম্পাদক মি. স্যামুয়েল হাসদাসহ মাসাউস এর বিভিন্ন সেচ্চাসেবী কর্মী গণ।

কাকন জার্নাল/তরিকুল ইসলাম

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages