নিজম্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন দেশের গরীব অসহায় মানুষের অধিকার নিয়ে কাজ করছে প্রায় ২৫ বছর ধরে বাংলাদেশে। আর সে সংস্থায় জনাব মো: মানসুরুর রহমান সাহেব দীর্ঘ দিন ধরে রাজশাহী অঞ্চলের সাধারণ মানুষের অধিকার নিয়ে কাজ করছে। তারও ফল হিসাবে আসক ফাউন্ডেশন এর উর্ধ্বতন কর্মকর্তা গণ তথা সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জনাবা মোসা: নাজমুন নাহার, জনাব মো: মানসুরুর রহমান কে রাজশাহী বিভাগীয় পরিচালক আজীবন পদে পদ উন্নতি করেন। পাশাপাশি তিনি রাজশাহী বিভাগের সকল উপজেলাসহ রাজশাহী বিভাগের যে সকল জেলায় জেলা কমিটি গঠন করা হয়নি তা গঠন করার দায়িত্ব দেন।
এতে জনাব মো: মানসুরুর রহমান সাহেব বলেন। আমি রাজশাহী অঞ্চলের নির্যাতিত, অবহেলিত, গরীব অসহায় সাধারণ মানুষের অধিকার নিয়ে কাজ করার মাধ্যমে আজ যে পদে আমি পদ উন্নতি হয়েছি তা যেনো আমি নিষ্ঠার সাথে পালন করতে পারি। আমি রাজশাহী বাসী সহ দেশের সকল মানুষের কাছে দোয়া ও সহযোগীতা কমনা করছি যাতে আমি আপনাদের জন্য আরো ভালো কাজ করতে পারি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমি আমার সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের সু-স্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করি মহান আল্লাহর কাছে।
কাঁকন জার্নাল/তরিকুল ইসলাম





No comments:
Post a Comment