সরকারি আইপি কলিং অ্যাপস আলাপ। রেজিস্ট্রেশন করার সাথে সাথে পেয়ে যাবেন 15 মিনিট ফ্রি টকটাইম।
সুবিধা :
•যেকোনো নম্বর এ 30 পয়সা মিনিট (ভ্যাট সহ ৩৪.৫ পয়সা)
•বাংলাদেশ সরকারের তৈরি অ্যাপস তাই রিস্ক নেই
•ইন্সটল করলে 15 মিনিট ফ্রি.
•NID কার্ড দিয়ে verification করতে হবে .
•বিকাশ বা নগদ থেকে রিচার্জ করতে হবে.
•৩৪.৫ ( ভ্যাট সহ ) পয়সা কলরেট কথা বলুন বাংলাদেশের যেকোনো মোবাইল নাম্বারে।
সরকারি আই পি কলিং অ্যাপস "আলাপ" প্লেস্টোরে দেওয়া হয়েছে।
বাংলাদেশেই এই সর্বপ্রথম আইপি কলিং অ্যাপ চালু হয়েছে। আইপি কলিং অ্যাপস এ রেজিস্ট্রেশন করার জন্য এনআইডি কার্ড এর দরকার হবে। যে কারো এনআইডি কার্ড দিয়েই আ্যাপস রেজিস্ট্রেশন করতে পারবেন। অ্যাপসের ইস্টিশন মেথড বিকাশ রকেট নগদ সহ যেকোনো ব্যাংকের কার্ড থেকে রিচার্জ করতে পারবেন
সুবিধা সমূহ
( ভ্যাট সহ) পয়সা।
তাই আর দেরি না করে এখনই চালু করুন আলাপ অ্যাপস
Download link:
কাঁকন জার্নাল/তরিকুল ইসলাম





No comments:
Post a Comment