সরকারি আইপি কলিং অ্যাপস আলাপ রেজিস্ট্রেশন করলেয় বোনাস ১৫ মিনিট::: - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Tuesday, April 6, 2021

সরকারি আইপি কলিং অ্যাপস আলাপ রেজিস্ট্রেশন করলেয় বোনাস ১৫ মিনিট:::

অনলাইন ডেক্স:

সরকারি আইপি কলিং অ্যাপস আলাপ। রেজিস্ট্রেশন করার সাথে সাথে পেয়ে যাবেন 15 মিনিট ফ্রি টকটাইম।
সুবিধা :
•যেকোনো নম্বর এ 30 পয়সা মিনিট (ভ্যাট সহ ৩৪.৫ পয়সা)
•বাংলাদেশ সরকারের তৈরি অ্যাপস তাই রিস্ক নেই
•ইন্সটল করলে 15 মিনিট ফ্রি.
•NID কার্ড দিয়ে verification করতে হবে .
•বিকাশ বা নগদ থেকে রিচার্জ করতে হবে.
•৩৪.৫ ( ভ্যাট সহ ) পয়সা কলরেট কথা বলুন বাংলাদেশের যেকোনো মোবাইল নাম্বারে।
সরকারি আই পি কলিং অ্যাপস "আলাপ" প্লেস্টোরে দেওয়া হয়েছে।
বাংলাদেশেই এই সর্বপ্রথম আইপি কলিং অ্যাপ চালু হয়েছে। আইপি কলিং অ্যাপস এ রেজিস্ট্রেশন করার জন্য এনআইডি কার্ড এর দরকার হবে। যে কারো এনআইডি কার্ড দিয়েই আ্যাপস রেজিস্ট্রেশন করতে পারবেন। অ্যাপসের ইস্টিশন মেথড বিকাশ রকেট নগদ সহ যেকোনো ব্যাংকের কার্ড থেকে রিচার্জ করতে পারবেন 

সুবিধা সমূহ ⬇️
🔴 মোবাইলে কল দিলে ভ্যাট সহ ৩৪.৫ (ভ্যাট সহ) পয়সা কাটে। যে কোন নাম্বারে। ল্যান্ডলাইন ও টেলিফোন নাম্বারে ও ৩৪.৫ (ভ্যাট সহ) পয়সা কলরেট।
🔴 অ্যাপস টু অ্যাপস কথা বলুন একদম ফ্রি।
🔴 অন্যান্য দেশের যেকোন নাম্বারে খুব কম কল রেটে কথা বলতে পারবেন কলরেট মিনিট ৩৪.৫ 
( ভ্যাট সহ) পয়সা।
⏩ বিশেষ কিছু সুবিধা
🔵 অফলাইন নাম্বার থেকেই কল রিসিভ করতে পারবেন।
✴ কল রেকর্ডিং সুবিধা যা সাধারণ অন্যান্য আইপি কলিং অ্যাপগুলোতে নেই।
🔵 কল করার জন্যে একটা আলাপ নাম্বার পাবেন যা শুরু হবে 09696 দিয়ে এবং বাকী ডিজিটগুলো যথাসম্ভব আপনার মোবাইল নাম্বারের সাথে মিল রেখে আপনাকে দেওয়া হবে।
তাই আর দেরি না করে এখনই চালু করুন আলাপ অ্যাপস
Download link:
কাঁকন জার্নাল/তরিকুল ইসলাম

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages