গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌর বাজার টেম্পু স্ট্যান্ড এলাকা হতে গাঁজার গাছ উদ্ধার।।। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Sunday, April 11, 2021

গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌর বাজার টেম্পু স্ট্যান্ড এলাকা হতে গাঁজার গাছ উদ্ধার।।।

নিজস্ব প্রতিবেদক: 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরবাজারের টেম্পু স্ট্যান্ড এলাকার বুলবুলের ভবনের পিছনের জঙ্গলের মধ্যে থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই পাঞ্জাব সঙ্গীয় ফোর্স নিয়ে গত কাল রোববার সাড়ে ৬টার সময় এই গাঁজার গাছগুলো উদ্ধার করেন। এরপর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহমুদুল হাসান ঘটনাস্থলে যান ও উপস্থিত জনগণের সাথে কথা বলেন এবং তথ্য সংগ্রহ করেন বলে জানান কাঁকনহাট পৌর ২নং ওয়ার্ডের কাউন্সিলর কল্লোল হোসেন।

গাছ গুলো উদ্ধারের করে নিয়া আসা হয় কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রে এবং এবিষয়ে কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ডোবার মত পরিত্যাক্ত স্থানে জঙ্গলের মধ্যে থেকে প্রায় তিন কেজি ওজনের গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। তবে কাউকে গ্রেফাতর করতে পারেন নি। কারো জমি বা বাড়ির আঙ্গিনা নয় বলে সরাসরি কাউকে সন্দেহ করা যাচ্ছেনা। তবে তদন্ত চলছে। তদন্ত ও প্রমান সাপেক্ষে আসামী গ্রেফতার এবং মামলা করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

কাঁকন জার্নাল/তরিকুল ইসলাম




No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages