ডাসকো ফাউন্ডেশন কর্তৃক রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠন চুড়ান্ত ও র্পূনাঙ্গ কমিটি গঠিত -রাজশাহী শাহমুখদুম কলেজে - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Saturday, March 27, 2021

ডাসকো ফাউন্ডেশন কর্তৃক রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠন চুড়ান্ত ও র্পূনাঙ্গ কমিটি গঠিত -রাজশাহী শাহমুখদুম কলেজে

নিজস্ব প্রতিবেদক:

আজ ২৭ শে মার্চ সকাল ১০.৩০ মিনিটে রাজশাহী সাহেব বাজার আলুপট্টি শাহমুখদুম কলেজে রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠন ত্রৈমাসিক আলোচনা সভায়  রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠন এর চুড়ান্ত পূর্ণাঙ্গা কমিটি গঠন কর হয় ৩০ সদস্য বিশিষ্ট। ৩০ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে সংগঠনের কার্য কর্মকে দূত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসাবে  জনাব মো: মানসুরুর রহমান এর  নাম প্রস্তাব করেন রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠনের সদস্য মো: ওয়াদুদ আলী এতে সংগঠনের সকল সদস্য তাকে সমর্থন প্রদান করেন ও সকলের সদস্যের মতামতের ভিত্তিতে জনাব মো: মানসুরুর রহমান রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠন এর সভাপতি হিসাবে নির্বাচিত হয়। আর কমিটির সাধারণ সম্পাদক হিসাবে  জনাব জুয়েল আহম্মেদ এর নাম প্রস্তাব করেন রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠনের সদস্য মো: ওয়াদুদ আলী এতে সংগঠনের সকল সদস্য তাকে সমর্থন প্রদান করেন ও সকলের মতামতের ভিত্তিতে জনাব জুয়েল আহম্মেদ রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠন এর সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়। সাংগঠনিক সম্পাদক হিসাবে জনাব মো: গোলাম রাব্বানী নয়ন এর নাম প্রস্তাব করেন রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠনের সদস্য মো: তরিকুল ইসলাম তারেক এতে সংগঠনের সকল সদস্য তাকে সমর্থন প্রদান করেন ও সকলের মতামতের ভিত্তি¡তে জনাব রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠন এর সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়। প্রচার সম্পাদক হিসাবে মো: তরিকুল ইসলাম তারেক এর নাম প্রস্তাব করেন রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠনের সদস্য মো: গোলাম রাব্বানী নয়ন এতে সংগঠনের সকল সদস্য তাকে সমর্থন প্রদান করেন ও সকলের মতামতের ভিত্তি¡তে জনাব তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠন এর প্রচার সম্পাদক হিসাবে নির্বাচিত হয়। কোষাধ্যক্ষ হিসাবে নিবার্চিত হয় সকলের মতামতের ভিত্তিতে জনাব মো: আব্দুল মতিন, মহিলা বিষয়ক সম্পাদীকা মোসা: মাহমুদা খাতুন, সহ-সভাপতি মোসা: জান্নাতুন ফেরদৌশ, সহ-সভাপতি সুখী টুডু, যুগ্ন সাধারণ সম্পাদক মো:তাসিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোসা: রিনা , সহ-সাধারন সম্পাদক মোসা: উম্মেকুলসুম, কার্যনির্বাহির কমিটির নির্বাহি সদস্য মো: ওয়াদুদ আলী, মো: জালাল উদ্দিন, মো: মাসুদ রানা, লক্ষি মার্ডি ।


আর বাকি সদস্য বৃন্দ হলেন শ্রী উৎপল সরকার, মো: রবিউল ইসলাম, (উপদেষ্টা ) সদস্য মো: আবুল কাশেম ,মো: জাকির হোসেন, মো: রাজিব আলী, হোসনে আরা বেগম, নাজমা আক্তার রিতা, মোসা: সাজেদা, মোসা: সায়েরা বেগম, জারজিস আহমেদ বকুল, মোসা: রোকিয়া বেগম, শ্রীমতি ইতিরানী, মোসা: রোকেয়া খাতুন, মোসা: শাম্মি আক্তার।

ডাসকো ফাউন্ডেশন সংস্থার প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য সামাজিক অংশীদারিত্বের উন্নয়ন (প্রোসপেক্ট) প্রকল্প এর ম্যানেজার মো: আব্দুর রাজ্জাক, গোদাগাড়ী-তানোর কোঅডিনেটার মুহাঃ দুরুল ইসলাম,ডাসকো ফাউন্ডেশন সংস্থার প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য সামাজিক অংশীদারিত্বের উন্নয়ন (প্রোসপেক্ট) প্রকল্প এর ট্রেনার মোসাঃ জোহরা পারভীন।

আয়োজনে ছিলেন আন্তর্জাতিক দাতা সংস্থা ফেডারেল মিনিষ্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন এ্যান্ড ডেভলপমেন্ট ও নেটজ বাংলাদেশের আর্থিক সহায়তায় ডাসকো ফাউন্ডেশন প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য সামাজিক অংশীদারিত্বের উন্নয়ন (প্রোসপেক্ট) প্রকল্প। 

কাকন জার্নাল/তরিকুল ইসলাম


No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages