রাজশাহীতে কিস্তি আদায়ের অভিযোগ পেলেই ব্যবস্থা।।। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Thursday, June 17, 2021

রাজশাহীতে কিস্তি আদায়ের অভিযোগ পেলেই ব্যবস্থা।।।

অনলাইন ডেক্স : 

নগরীতে সর্বাত্মক লকডাউন আরো সাতদিন বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ জুন মধ্যরাত পর্যন্ত শুধুমাত্র মহানগর এলাকায় কার্যকর হবে জনসাধারণের চলাচলে এ কঠোরতা। তবে করোনাকালীন সময়ে রাজশাহীতে কোনো বেসরকারী সংস্থার (এনজিও) বিরুদ্ধে কিস্তি আদায়ের অভিযোগ পাওয়া গেলে তৎক্ষনাৎ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল জলিল।

বুধবার (১৬ জুন) রাত ৮টায় নগরীর সার্কিট হাউজে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের এক মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখী হয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক বলেন, ‘আমরা একমাস আগেই ঘোষণা দিয়েছি যারা টাকা গ্রহণ করেছে, তারা যদি এই মুহূর্তে টাকা পরিশোধ করতে (কিস্তি দিতে) না পারে, তাদেরকে চাপ দেয়া যাবে না। সব এনজিওকে ডেকে এমন নির্দেশনা দিয়েছি। যদি এ রকম কোনো (কিস্তি আদায়) অভিযোগ পাওয়া যায়, আমাদেরকে জানাবেন। সাথে সাথে ব্যবস্থা নেব।’

সর্বাত্মক লকডাউন প্রসঙ্গে আব্দুল জলিল বলেন, করোনার প্রকোপ না কমায় রাজমাহী মহানগরীতে কঠোরভাবে কার্যকর হবে সর্বাত্মক লকডাউন। তবে জরুরী সেবার সঙ্গে সম্পৃক্তরা বের হতে বাধা নেই। এর বাইরে কেউ বের হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী ২৪ জুন মধ্যরাত পর্যন্ত এটি বলবৎ থাকবে।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী, সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
কাকন জার্নাল/তরিকুল ইসলাম

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages