রাজশাহীতে বেড়েছে মানুষের চলাচল।।।। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Wednesday, July 28, 2021

রাজশাহীতে বেড়েছে মানুষের চলাচল।।।।



অনলাইন ডেক্স:
চলমান কঠোর লকডাউনের মধ্যে রাজশাহী শহরে মানুষের চলাচল আগের চেয়ে বেড়েছে। ঈদের পর থেকে শুরু হওয়া এই লকডাউনের ষষ্ঠ দিন বুধবার শহর ঘুরে এমন চিত্রই দেখা গেছে। শহরের রাস্তায় এ দিন রিকশা-অটোরিকশা, মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বেশি দেখা গেছে। এদিকে শহরের বাইরেও মানুষের চলাচল বেড়েছে আগের তুলনায় বেশি।

তবে লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং প্রশাসনের কর্মকর্তারা। টহল দিচ্ছেন র‌্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরাও। এ ছাড়া মহানগর এলাকায় চলছে চারটি ভ্রাম্যমাণ আদালত। জরিমানাও চলছে। তারপরও নানা প্রয়োজনে মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন।
জেলা প্রশাসন জানিয়েছে, ঈদের পর গত ২৩ জুন লকডাউন শুরুর দিনই জেলা ও নগরজুড়ে ২৪টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা আদায় করা হয়েছে ১৫ হাজার ৫০০ টাকা। পরদিন জেলা ও মহানগরে মামলা হয় ৭৫টি। জরিমানা আদায় হয়েছে ৪৮ হাজার ৪০০ টাকা। লকডাউনের তৃতীয় দিন রোববার ৬২টি মামলায় আদায় করা হয় ৫১ হাজার ১৫০ টাকা।

এছাড়া লকডাউনের চতুর্থ দিন সোমবার ৮৪টি মামলায় আদায় করা হয়েছে ৫৫ হাজার ৬০০ টাকা। আর পঞ্চম দিন মঙ্গলবার ৭১টি মামলা করে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা আদায় করা হয় ৪৫ হাজার ৫০০ টাকা। বুধবারও অভিযান চলছিল। তারপরও শহরে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
 
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, আগের চেয়ে মানুষের চলাচল একটু বেড়েছে বলে আমরাও দেখছি। মানুষকে ঘরে ফিরিয়ে লকডাউন বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি এবং আনসার বাহিনীর সদস্যরাও কাজ করছেন। অহেতুক ঘুরে বেড়ালে শাস্তি দেয়ার জন্য আছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages