অনলাইন ডেক্স:
টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ করায় ৩শ’ ৩০ জন যাত্রীর কাছ থেকে এক লাখ বিশ হাজার ৮৪০ টাকা জরিমানা আদায় করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাবনার পাকশী বিভাগীয় কার্যালয়।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার (১৩ আগস্ট) ভোর পর্যন্ত রেলের পাকশী বিভাগের বিভিন্ন স্টেশনে এ অভিযান চলায়।
অভিযানে নেতৃত্ব দেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মো. নাসির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা সাজেদুল ইসলাম, স্টেশন এরিয়া অপারেটিং ম্যানেজার মজিবর রহমান, রাজশাহী স্টেশন ম্যানেজার আবদুল করিম প্রমুখ।
জানা গেছে, করোনা সংক্রমণের সময়ে সব আসনে যাত্রী বসবেন। দাঁড়িয়ে যাত্রী ওঠা নিষেধ। এরপরও কিছু যাত্রী বিধিনিষেধ অমান্য করে দাঁড়িয়ে ভ্রমণ করেন। তাদেরকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পরিচালিত অভিযানে মধুমতি এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সাগরদাঁড়ি এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করার দায়ে ৩৩০ যাত্রীর কাছ থেকে ১ লাখ ২০ হাজার ৮৪০ টাকা জরিমানা আদায় করা হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মো. নাসির উদ্দিন বলেন, করোনা সংক্রমণ কমাতে সরকারের বিধিনিষেধ অনুযায়ী ট্রেন চলছে। মাস্ক ব্যতীত এবং দাঁড়িয়ে কোনো যাত্রীকে ট্রেনে ভ্রমণ করতে দেয়া হবে না।
কাকন জার্নাল/তরিকুল ইসলাম
No comments:
Post a Comment