অনলাইন ডেক্স:
রাজধানীর দক্ষিণখানের ‘সেবা সংস্থা’ নামে একটি ক্লিনিক থেকে মডার্নার উদ্ভাবিত করোনা প্রতিরোধী ভ্যাকসিনের দুটি ভায়াল ও আরও কিছু খালি ভায়ালের প্যাকেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শ্রী বিজয় কৃষ্ণ তালুকদার নামের ওই ব্যক্তি ক্লিনিকটির মালিক বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৮ আগস্ট) রাতে দক্ষিণখান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তিনি কীভাবে এই ভ্যাকসিন সংগ্রহ করলেন তা জানার চেষ্টা চলছে।
দক্ষিণখান
থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে
পুলিশের একটি দল দক্ষিণখানের চলাবন এলাকার সেবা সংস্থা ক্লিনিক নামে একটি
প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মডার্নার ভ্যাকসিনের দুটি ভায়াল (প্রতি ভায়ালে
১০ ডোজ টিকা থাকে) উদ্ধার করে। পরে সেখান থেকে মডার্নার ভ্যাকসিনের খালি
ভায়ালসহ ২১টি খালি প্যাকেট উদ্ধার করা হয়। সূত্র: বাংলা ট্রিবিউন
কাকন জার্নাল/তরিকুল ইসলাম






No comments:
Post a Comment