নিজস্ব প্রতিবেদক:
তথ্য অধিকার মেলা ২০২১ উদ্দযাপন উপলক্ষে দাতা গোষ্ঠি বি এম জেড এর অর্থায়নে ও নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশন সংস্থার প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য সামাজিক অংশীদারিত্বের উন্নয়ন (প্রসপেক্ট) প্রকল্প আয়োজনে২৯/০৯/২১ ইং তারিখে গোদাগাড়ী উপজেলায় তথ্য অধিকার মেলা উদ্দযাপনের জন্য ভ্রাম্যমান পিকআপ ভ্যানে কালচারার দলের মাধ্য গান গম্ভীরা স্লোগান, লিফলেট বিতরণ ও তথ্য অধিকারের উপরে ভয়েস রেকোডিং প্রচারণার মাধ্যমে দিবসটি উপর সাধারণ জনগণ কে সচেতন করা হয়।
উক্ত শুভ উদ্ধোধন করেন কাকনহাট পৌরসভার মেয়র জনাব মো: একেএম আতাউর রহমান খান ও রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠনের সভাপতি জনাব মো: মানসুরুর রহমান,প্রসপেক্ট প্রকল্পের পক্ষে ছিলেন মু: দুরুল ইসলাম এলাকা সমন্বয়কারী গোদাগাড়ী-তানোর উপজেলা, মো: তরিকুল ইসলাম তারেক রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠনের প্রচার সম্পাদক।
কাকন জার্নাল/তরিকুল ইসলাম





No comments:
Post a Comment