বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জেলা পর্যায়ে কাকনহাট উচ্চ বিদ্যালয় দ্বিতীয় বারের মতো প্রথম স্থান অধিকার করায় অভিনন্দন জানিয়েছেন আসক ফাউন্ডেশন। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Wednesday, October 27, 2021

বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জেলা পর্যায়ে কাকনহাট উচ্চ বিদ্যালয় দ্বিতীয় বারের মতো প্রথম স্থান অধিকার করায় অভিনন্দন জানিয়েছেন আসক ফাউন্ডেশন।

 
 
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জেলা পর্যায়ে কাকনহাট উচ্চ বিদ্যালয় দ্বিতীয় বারের মতো প্রথম স্থান অধিকার করায় অভিনন্দন জানিয়েছেন আসক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক -মানসুরুর রহমান।
 
প্রতিবেদক তরিকুল ইসলাম তারেক:
৪২ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২১ খ্রিঃ জেলা পর্যায়ে দ্বিতীয় বারের মতো বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপনায়  প্রথম স্থান অধিকার করে কাকনহাট উচ্চ বিদ্যালয় (রিসার্স বিজ্ঞান ক্লাব)। তাদের প্রশর্নীয় প্রজেক্টির নাম হলো “প্রতিকুল পরিবেশে মিশ্র প্রতিকিয়ায় কৃষিজমি আধুনিকায়ণ”

উল্লেখ্য, সৃজনশীল প্রজেক্ট উপস্থাপনায় প্রথম স্থান অধিকার করেছে। তাই কাকনহাট উচ্চ বিদ্যালয়  এর সকল শিক্ষক ও ছাত্রছাত্রী যারা এই প্রজেক্টে কাজ করে বিজয় লাভ করেছে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক,রাজশাহী জেলা স্পেশাল কমিটির সভাপতি, বাংলাদেশ কন্জুমার রাইটস সোসাইটি রাজশাহী জেলা কমিটি, স্টাফ রিপোর্টার জাতীয় দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকা, রাজশাহী জেলা নাগরিক সমাজ সংগঠন (ডাসকো ফাউন্ডেশন) এর সভাপতি জনাব মো: মানসুরুর রহমান এবং তিনি তাদের জন্য দোয়া করেছেন তারা যাতে এই রকম আরও প্রজেক্ট তৈরী করে নিজেদের নাম ও স্কুলের নাম দিকে দিকে ছড়িয়ে দিতে পারে।

কাকনহাট উচ্চ বিদ্যালয় (রিসার্স বিজ্ঞান ক্লাব) টিম লিডার মোঃ ফারহান আনজুম বলেন, বিজ্ঞান মেলার মাধ্যমে আমাদের আবিস্কারের প্রয়োজনীয় জিনিসপত্র অন্যের সামনে উপস্থাপন করার সুযোগ পেয়ে থাকি।ফলে আমাদের মনে আগ্রহ ও উদ্ভাবনী চিন্তাশক্তি বৃদ্ধি পায়। প্রদর্শনীতে অংশগ্রহণকরে আমাদের বিজ্ঞান প্রকল্পগুলোর লক্ষ্য, উদ্দেশ্য, কলা-কৌশল, উপযোগিতা ও প্রয়োগসহ নানা বিষয়ে দর্শনার্থীদের ধারণা দিতে পারি। নিজের জন্য নয়, দেশের জন্য কিছু করার মানসিকতা থেকেই  একের পর এক নতুন কিছু যন্ত্রপাতি উদ্ভাবন করে চলছি। আমি সকলের কাছে আমাদের জন্য দোয়া চাই ভবিষতে যাতে আমরা আরও অনেক নতুন নতুন জিনিসপত্র আবিস্কার করতে পারি। 

কাকন জার্নাল/তরিকুল ইসলাম

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages