| শিশু সিয়াম কে তার বাবা ও ফুফার হাতে তুলে দিচ্ছেন আসক ফাউন্ডেশন এর রাজশাহী বিভাগীয় পরিচালক মো: মানসুরুর রহমান ও মোসা: চামেলী বেগম | 
অবশেষে শিশু সিয়াম ফিরে পেলেন তার বাবা-মা কে।
নিজস্ব প্রতিবেদক:
গত কাল ০৭ অক্টোবর মোসা: চামেলী বেগম স্বামী মো: জালান উদ্দিন ছোট শিয়াম কে নিয়ে তারা আসে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক মো: মানসুরুর রহমান এর অফিস কার্যালয় কাকনহাট গুড়পট্টিতে। তখন মানসুরর রহমান সাহেব চামেলী বেগমকে বলেন ঘটনাটি আমরা আমাদের সংস্থার মাধ্যমে ব্যাপক ভাবে প্রচারের ব্যবস্থা গ্রহণ করছি। আপনি কি কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রকে বিষয়টি অবগত করেছেন তখন সে বলে আমরা কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্র কে আগেয় বিষয়টি অবগত করেছি। আপনি কাকনহাট পৌরসভার মেয়র কে বিষয়টি জানান। তখন চামেলী বেগম বিষয়টি মেয়র মহাদয় কে বিষয়টি গতকাল অবগত করে। আসক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক ছোট সিয়াম ফিরে পেতে চায় তার বাবা-মা কে এই শিরোনামে অনলাইন নিউজ পোর্টালে নিউজ আকারে একটি বিজ্ঞাপন প্রচার করে এবং সে নিউজ তিনি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বিভিন্ন গ্রুপে ও পেজে শিশু সিয়ামের ছবি দিয়ে সেয়ার করে দেন। সিয়ামের বাবা মো: বেলাল হোসেন সেই ছবি দেখে আজ শুক্রবার তার ছেলে সিয়াম কে নিতে আসে কাকনহাট সুন্দরপুর মোসা: চামেলী বেগম এর বাড়ীতে শিশু সিয়াম তার বাবা ও জামাই (আদর আলী) কে দেখতে পেয়ে অনেক খুশি হয়। পরে চামেলী বেগম শিশু সিয়ামের অভিবাবকদের নিয়ে পুলিশ তদন্ত কেন্দ্রে য়ায় তারা তাদের ঠিকানা দিয়ে শিশু সিয়ামকে নিয়ে আসে কাকনহাট গুড়পট্টি মানবাধিকার অফিসে। এবং মোসা: চামেলী বেগম বলেন আপনাদের কারণে আজ শিশু সিয়াম তার বাবা-মা কে ফিরে পেল। আপনাদের এই উপকার আমি কোন দিন ভূল বোনা কারণ শিশু টিকে নিয়ে আমি অনেক চিন্তায় ছিলাম আজ আপনাদের কারণে সে চিন্তা থেকে মুক্ত হলাম। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক,রাজশাহী জেলা স্পেশাল কমিটির সভাপতি,বাংলাদেশ কন্জুমার রাইটস সোসাইটি রাজশাহী জেলা কমিটির সভাপতি এবং জাতীয় দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার মো: মানসুরুর রহমান বলেন সাধারণ অসহায় গরিব নির্যাতিত অবহেলীতি মানুষের পাশা দাঁড়ানোয় আমাদের কাজ আমাদের মাধ্যমে কেউ যদি উপকার পাই তাতে আমারাও অত্যান্ত আনন্দিত হয়। শিশু টি গত মাসের ২১ তারিখে পাওয়া যায় কাকনহাট রেললাইনের উপর সন্ধ্যার সময়।
আমরা শিশু সিয়ামের পিতা মো: বেলাল কে প্রশ্ন করি আপনার সন্তান হারালো কিভাবে তখন সে আমাদের কে বলে আমার ছেলে মাদ্রাসায় লেখা পড়া করত মাদ্রাসা থেকে সে আমার বাড়ি আসার জন্য বের হলে রাস্তা ভূল করে এখানে চলে আসে তাকে আমরা অনেক খোঁজা খুজি করেছি কিন্তু তার কোন হদিস পাই নি পরে আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারি বা দেখতে পাই যে সে এই ঠিকানায় আছে তার পর তো এই। আমরা তাকে বলি আপনি আপনার সন্তানকে ফিরে পেয়ে কেমন অনুভব করছেন সে বলে আমি এত খুশি যে আপনাদেরকে কথায় বুঝাতে পারবো না। আমি আপনাদের সহ মোসা: চামেলী আপার এই উপকার কখনো ভূলবনা ।
শিশু সিয়াম কে তার বাবার হাতে তুলে দেওয়ার ভিডিও 
কাকন জার্নাল/তরিকুল ইসলাম
 

 
 
 
 
 
 
 


No comments:
Post a Comment