রাজশাহীর ১৫টি ইউনিয়নে নৌকা ৮ ও বিদ্রোহী ৬টি নির্বাচিত।। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Thursday, November 11, 2021

রাজশাহীর ১৫টি ইউনিয়নে নৌকা ৮ ও বিদ্রোহী ৬টি নির্বাচিত।।


রাজশাহীর ১৫টি ইউনিয়নে নৌকা ৮ ও বিদ্রোহী ৬টি নির্বাচিত।।

অনলাইন ডেক্স:

রাজশাহীর দুই উপজেলার ১৫টি ইউনিয়ন নির্বাচনে নৌকার নয় প্রার্থী ও বিদ্রোহী ছয়টি নির্বাচিত হয়েছে। এর মধ্যে গোদাগাড়ীর নয়টি ইউনিয়নের মধ্যে চারটিতে নৌকা প্রার্থীরা ও চারটিতে বিদ্রোহীরা জয়লাভ করেছেন। একটি ইউনিয়নে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ফলাফল স্থগিত করা হয়েছে। এছাড়া তানোরে চারটিতে নৌকার প্রার্থীরা ও দুইটিতে বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করেছেন।

রাত সাড়ে ১১টার সময় উপজেলার নির্বাচন কর্মকর্তারা এতথ্য নিশ্চিত করেছেন।

গোদাগাড়ী উপজেলায় ৯টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকে গোদাগাড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত আওয়ামী লীগের মাসুদুল গণি মাসুদ। মোহনপুর ইউনিয়নে পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খাইরুল ইসলাম। পাকড়ী ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী জালালউদ্দীন মাস্টার। দেওপাড়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের বেলাল উদ্দীন সোহেল। গোগ্রাম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মজিবর রহমান নৌকা জয়ী হয়েছেন।

এছাড়াও রিশিকুল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আওয়ামীলীগ নেতা মোখলেসুর রহমান। মাটিকাটা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আওয়ামীলীগ নেতা সোহেল রানা। বাসুদেবপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম।

চর আষাড়িয়াদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী তালা প্রতীকের মো. উজ্জ্বল ও অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরগ প্রতীকের আব্দুল হান্নানের ভোট গণনায় তালা প্রতীকের প্রার্থী বিজয়ী হওয়ায় অপর প্রার্থীরা মেনে না নেওয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে প্রিজাইডিং অফিসারকে অবরুদ্ধ করে ব্যালেট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এজন্য সে ইউনিয়নে নির্বাচনী ফলাফল স্থগিত করা হয়েছে।

এদিকে তানোর উপজেলায় সাতটি ইউনিয়ন নির্বাচনে ছয়টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। বাকি একটি ইউনিয়নে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। বেসরকারি ফলাফল অনুযায়ী- ছয়টির মধ্যে চার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করেছেন। দুই ইউনিয়নে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীরা জয়লাভ করেছেন।

কলমা ইউনিয়ন পরিষদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র (বিদ্রোহী) চশমা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা খাদেমুন্নবী বাবু চৌধুরী। বাধাইড় ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী আতাউর রহমান বিজয়ী হয়েছেন। পাঁচন্দর ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী আবদুুল মতিন বিজয়ী হয়েছেন। তালন্দ ইউপিতে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহ) আনারস প্রতীকে নাজিম উদ্দীন বাবু বিজয়ী হয়েছেন। কামারগাঁ ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে রাব্বী ফরহাদ বিজয়ী হয়েছেন। চান্দুড়িয়া ইউপিতে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান। সূত্র-সোনালী সংবাদ

কাকন জার্নাল/তরিকুল ইসলাম

No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages