কাঁকনহাটে দুধে নয়, পেঁয়াজের পোলে পানি দিয়ে বিক্রয়ের প্রস্তুতি চলছে।। - কাঁকন জার্নাল

সর্বশেষ সংবাদ

Home Top Ad


 

Post Top Ad


 

Wednesday, December 22, 2021

কাঁকনহাটে দুধে নয়, পেঁয়াজের পোলে পানি দিয়ে বিক্রয়ের প্রস্তুতি চলছে।।

নিজস্ব প্রতিবেদক:

আজ বুধবার আগামি কাল বৃহস্পতিবার কাঁকনহাট বরেন্দ্র অঞ্চলের সাপ্তাহিক হাট। এই দিন কাঁকনহাট বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকা হতে সাধারণ জনগণ আগামি সাত দিনের জন্য বাজার করেন। কাঁকনহাট নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও কৃষি কাজ করতে লাগে এমন সকল পন্য পাওয়া যায়। আর বর্তমান সময়ে কৃষক গণ চাষাবাদ করার জন্য প্রচুর পরিমাণ পেঁয়াজের পোল ক্রয় করে।

আর এই পেঁয়াজের পোল আগামী কাল সাধারণ জনগণের কাছে বিক্রয় করার জন্য আজ বিভিন্ন এলাকা হতে অটো, নছিমন, পাওয়ার টিলার এর মাধ্যম দিয়ে শুকনো পেঁয়াজের পোল আনার পর প্রচুর পরিমাণ পনি দিয়ে ওজুনে বেশি হবে  সে জন্য তারা এই কাজ করছে। এক বিঘা জমিতে যদি শুকনা পোল প্রায় দুই মোল লাগে তবে পানি দিয়ে ভিজা পোল প্রায়  চার মণ লাগতে পারে এতে সাধারণ কৃষক গণ প্রায় দ্বিগুণ বেশী লাগবে এতে কৃষকের অনেক অর্থ খরচ হবে। পেঁয়াজের পোলে পানি দেওয়ার ফলে পোল বিক্রেতার ব্যাপক লাভ হবে আর ক্ষতির মুখে পড়বে সাধারণ কৃষক গণ। যার ফলে কৃষকের অর্থনীতিতে ব্যাপক সমস্যা হবে।

সুতরাং এই বিষয়ে আমরা গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার সহ স্থানীয় পুলিশ প্রসাশনের সহায়তা কামানা করছি যাতে এই রকম প্রতারণা বন্ধ হয়। পাশাপাশি হাট ইজারদার গণ  এই  প্রতারণার বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা আশা করি। 

কাকন জার্নাল/তরিকুল ইসলাম



No comments:

Post a Comment

Post Bottom Ad


 

Pages